টলিপাড়ার অন্দরে জোরালো বিতর্ক আর গুঞ্জন এখন যেন আগুনের আঁচ ছড়াচ্ছে। কারণ, পরিচালক গিল্ড এবং ফেডারেশনের দ্বন্দ্বের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ‘রঘু ডাকাত’ ছবির পর থেকে তার হাতে আর কোনও নতুন কাজ আসছে না।
এক সাম্প্রতিক প্রেস মিটে অনির্বাণ অকপটে বলেন, ‘‘রঘু ডাকাতের পর থেকে আমার হাতে আর অভিনয়ের কাজ আসছে না। এখনো পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু যদি তিন থেকে ছয় মাসেও কেউ আমাকে ডাকেন না, তবে মনে হবে আমার অভিনয় জীবন শেষ হয়ে গেল।’’
প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি খোলাখুলি স্বীকারও করেছেন যে, ফেডারেশনের মেগা মিটিংয়ের পর থেকেই তাকে আর সিনেমা বা সিরিজে ডাকা হচ্ছে না। তার এমন খোলামেলা স্বীকারোক্তি টলিপাড়ায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
যেখানে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব অনেকদিন ধরেই প্রকাশ্য, সেখানে টেকনিশিয়ানদের অসহযোগিতার অভিযোগও শোনা যাচ্ছে। সেই অসহযোগিতাই নাকি অনির্বাণের কাজকে একরকম বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে রঘু ডাকাত ছবির পর থেকে নতুন চরিত্রের প্রস্তাব না পাওয়া, এক শিল্পীর জীবনের কতটা কঠিন হয়ে উঠতে পারে, তা যেন নিজের মুখেই বর্ণনা দিয়েছেন অনির্বাণ।
শিল্পী, পরিচালক, গীতিকার ও গানের দলের নেতার মতো বহুমুখী প্রতিভার অধিকারী অনির্বাণ ভট্টাচার্যের এই অবস্থানকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অন্দরে এক ধরনের অস্বস্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এই দ্বন্দ্ব আর প্রতিহিংসার রাজনীতি শেষ পর্যন্ত টলিপাড়ার সৃজনশীলতার ক্ষতি করবে।
একদিকে ফেডারেশন আর পরিচালকদের সংঘাত, অন্যদিকে প্রতিভাবান শিল্পীর কাজ হারানোর আশঙ্কা—সব মিলিয়ে উত্তপ্ত টলিপাড়া নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে যে, এর শেষ কোথায়।
এফপি/ টিএ