রাতের মুম্বাইয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা রাজশ্রী মোর নামে জনপ্রিয় নেটপ্রভাবীর। মদ্যপ অবস্থায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাপুটে নেতা জাভেদ শেখের ছেলের কর্মকাণ্ডে ভীত-সন্ত্রস্ত হয়ে পুলিশের দারস্থ রাজশ্রী। যিনি একসময়ে রাখি সাওয়ান্তের ঘনিষ্ঠ বন্ধুতালিকায় ছিলেন।
রবিবার রাতে মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ঘটনা। ঠিক কী ঘটেছে? রাজশ্রীর দাবি, এদিন রাতে তার গাড়িতে এসে ধাক্কা মারে জাভেদপুত্র রাহিল জাভেদ শেখের গাড়ি। এরপরই বচসার সূত্রপাত। শুধু তাই নয়! অভিযোগ, গাড়ির ভিতর থেকেই অর্ধনগ্ন অবস্থায় গালিগালাজ করা শুরু করেন রাহিল। ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় শেয়ার করেছেন রাখির বান্ধবী রাজশ্রী মোর।
সেই ভিডিওতেই দেখা গেল, মদ্যপ অবস্থায় গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন রাহিল। তার উর্ধ্বাঙ্গ অনাবৃত। মত্ত অবস্থাতেই গাড়ি থেকে শরীরের অর্ধেকাংশ বের করে অশ্রাব্য ভাষায় গালাগাল করছিলেন। এমনকী নেটপ্রভাবী রাজশ্রী মোরকে হুমকিও দেন যে, “আমার বাবা এমএনএস দলের ভাইস প্রেসিডেন্ট। দেখে নেব!”