দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা এবং ওটিটি—তিনটি মাধ্যমেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতা।
সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে অভিনয় করেছেন মৌসুমী। পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’, যেখানে একটি যৌনপল্লীর পটভূমিতে গড়ে ওঠা গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।
বর্তমান সময়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার একটি ঘটনা শেয়ার করেন। বলে রাখা ভালো, মৌসুমী হামিদকে অনেকে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জড়িয়ে ফেলেন। তেমনই ঘটনা ঘটেছে অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে; ভেবেছেন মৌসুমী হামিদ নিশ্চয়ই চিত্রনায়িকা মৌসুমী! কাজেই, এমন বিভ্রান্তিকর পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছিলেন, সে কথাই শোনালেন।
মৌসুমী হামিদ বলেন, ‘আমি একটা টেলিকম কোম্পানির সঙ্গে একটি প্রোগ্রামে কাজ করেছিলাম। তখন এক-দেড় ঘণ্টার সেই প্রোগ্রামে বাইরে থেকে কল আসছিল। ওই প্রোগ্রামের বেশিরভাগ কলার-ই কল করে জিজ্ঞাসা করেছে- সানি ভাই (ওমর সানি) কই, বাচ্চা-কাচ্চা ভালো আছে? প্রথমে বুঝতে পারিনি, কি করব আসলে!’
‘এবং দেখলাম, তিন-চারজন পর পর এটা করে ফেলেছে। না পেরে ভাবলাম কথা বলেই যাই। তাদের মনে দুঃখ-কষ্ট দিয়ে লাভ কি। পরে বললাম, সানি ভাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সানি ভাই ভালো আছে, বাচ্চারাও ভালো আছে।’ হাসতে হাসতে বললেন মৌসুমী হামিদ।
মৌসুমী হামিদ একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ হওয়ার পর থেকে জনপ্রিয়তা পায়। তারপর থেকে বেশকিছু টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘বাংলা আমার মাতৃভাষা’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয়।
এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানি তাদের দাম্পত্য জীবনে ৩০ বছর পাড়ি দিয়েছেন। আনুষ্ঠিকভাবে ২ আগস্ট ১৯৯৫ সালে ঘটা করে বিয়ে করেন এই তারকা যুগল। মৌসুমী ও ওমর সানীর দুই সন্তান রয়েছে। তাদের ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা।
কেএন/টিকে