তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে অনেক অগ্রগতি হচ্ছে সঙ্গে হতাশাও আছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ভূমিকা জনস্মৃতিতে রাখতে এবং নতুন প্রজন্মকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই এই তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, শহীদদের আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়। তাদের প্রেরণাই হোক আমাদের রাষ্ট্র গঠনের ভিত্তি।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ’ তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত এই তথ্যচিত্রে ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পটভূমি, ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ তুলে ধরা হয়েছে।
তথ্য উপদেষ্টা আরো বলেন, জুলাই একমাত্র মাস নয় যে আমরা শুধু শহীদদেরকে এই মাসেই স্মরণ করব। বরং আমরা আমাদের প্রত্যেকটি পদক্ষেপে দেখার চেষ্টা করব কতদূর আমরা আসতে পারলাম এবং আমাদের আসলে কতদূর যাওয়া দরকার ছিল। বিশেষ করে বাংলাদেশে এখন যেই সংকটময় পরিস্থিতিতে আছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরণের বোঝাপড়া চলতেছে। যে আসলে কি ধরণের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে। নাগরিকদের অনেক হতাশা আছে। সরকার পরিচালনায় আমাদের অনেক আকাঙ্ক্ষার কাছাকাছি না যাওয়ার হতাশা আছে। কিন্তু আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি।
তিনি বলেন, এই পথ দীর্ঘ অনেক দিনের লড়াই। আমরা মনে করি না এক বছর দুই বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাব। কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রাণ অনুসরণ করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সকলের রাষ্ট্র বানাতে পারব। সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারব।
এফপি/ টিএ