বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সদর উপজেলায় আদালত গঠনের প্রয়োজন নেই। জেলা জজকোর্টেই করা যাবে। চৌকি, দ্বীপাঞ্চল, ৩৯ টি উপজেলা আদালত প্রয়োজনীয় কাঠামো বাড়াতে হবে। দূরত্ব, যোগাযোগ, জনঘনত্ব, মামলার সংখ্যা বিবেচনায় উপজেলা আদালতের পরামর্শ দেয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে নেয়ার বিষয় জটিলতা ছিল তাই বিচারবিভাগের সঙ্গে আলোচনার করে করার কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘জরুরি অবস্থা বিষয় সংশোধনের ব্যাপারে সবাই একমত। তবে বিস্তারিত আইন প্রণয়ন করতে হলে সংসদে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। বিস্তারিত আলোচনা সংসদে হতে পারে। প্রয়োজনে আইনও প্রণয়ন করা লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘১৯৯১ সালের প্রেক্ষাপট ও এখনকার প্রেক্ষাপট এক নয়। সে সময়ের প্রেক্ষাপটে আদালত বিকেন্দ্রীকরণ বাতিল করা হয়েছিল।’
আরআর/এসএন