রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ ঝড়ের পর এবার কি পাল্টা বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছেন রণবীর সিং? জন্মদিনে প্রকাশ পেল তাঁর নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার, আর তাতেই শুরু হয়েছে চর্চা, তুলনা আর তীব্র উত্তেজনা। দর্শক-ভক্তদের মতে, এ যেন রণবীরের নিজের ‘বিস্ট মোড’ সংস্করণ।
সিনেমাটির টিজারটি ঠিক যেমন প্রত্যাশা করেছিল দর্শকরা, তার থেকেও কয়েক ধাপ বেশি। তিন মিনিটের ঝলকে দেখা গেল এক ভয়ংকর রূপ-লম্বা চুল, শরীরজুড়ে ক্ষত, চোখে আগুন। সব মিলিয়ে এক অজেয়, আক্রমণাত্মক চরিত্রে হাজির হয়েছেন রণবীর সিং। যাঁর পরিচালনায় এমন বিপুল অ্যাকশন? ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর খ্যাত পরিচালক আদিত্য ধর।
সিনেমার প্রতিটি মুহূর্তেই রয়েছে তীব্র গতি, আগ্রাসী ছন্দ। ক্যানভাস জুড়ে কেবলই রক্ত, গর্জন আর গুলির ঝাঁঝ। ব্যাকগ্রাউন্ডে ধ্বনিত হয় পাঞ্জাবি স্কোর, সঙ্গে আছে রেজার-ধারালো সম্পাদনা আর তীক্ষ্ণ ক্যামেরার কাজ। অনেকেই বলছেন, ‘ধুরন্ধর’-এ স্পষ্টভাবে ‘অ্যানিমাল’-এর ছায়া আছে-রক্তাক্ত হিরো, দেশীয় আবেগ, সহিংসতার নতুন স্টাইল।
এই সিনেমায় রণবীরের সঙ্গে আরও রয়েছেন বলিউডের একঝাঁক তারকা-সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। নারী চরিত্রে দেখা যাবে ‘নন্না’ খ্যাত সারা অর্জুনকে, যাঁর উপস্থিতি ছোট হলেও প্রভাবশালী।
এই টিজার শুধু এক নতুন চরিত্রের পরিচয় নয়, বরং বলিউডে এক নতুন ধারা তৈরির ইঙ্গিতও। রণবীরের রাফ লুক ও আদিত্যর বলিষ্ঠ পরিচালনা মিলে তৈরি হয়েছে এক বিস্ফোরক ককটেল, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে।
‘ধুরন্ধর’ মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর, ২০২৫-ঠিক যেদিন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘দ্য রাজা সাব’। ফলে বছরের সবচেয়ে বড় বক্স অফিস সংঘর্ষ ঘটতে চলেছে এই দিনেই। উত্তর ভারতজুড়ে শুরু হবে আলোড়ন। এই সংঘাতে কে জিতবে, তা সময় বলবে। তবে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর সিংয়ের এই নতুন ‘বিস্ট’ রূপ।
টিকে/