মাঝআকাশে প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন শ্রদ্ধা কাপুর। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিমানের সিটে প্রেমিক রাহুল মোদির সঙ্গে গোপন কথোপকথনে ব্যস্ত ছিলেন শ্রদ্ধা কাপুর। হাসিমুখে মোবাইলের স্ক্রিন দেখিয়ে কিছু নিয়ে আলোচনা করছিলেন তারা।
অভিযোগ উঠেছে, বিমানের এক বিমানসেবিকা এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।
এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাভিনা ট্যান্ডন। ইনস্টাগ্রাম ভিডিওর কমেন্টে অভিনেত্রী লিখেছেন, ‘এটা কারও গোপনীয়তা লঙ্ঘন করা। এ ধরনের কাজ করার আগে সম্মতি নেওয়া উচিত ছিল। বিমানের ক্রু মেম্বারদের কাছ থেকে এমন কাজ একেবারেই অপ্রত্যাশিত।’
রাভিনার এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন বহু নেটিজেন। তারা মনে করছেন, তারকা হলেও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে সবার। এভাবে অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত ছড়ানো একদমই উচিত নয়।
প্রসঙ্গত, রাহুল মোদী ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘প্যায়ার কা পঞ্চনামা’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর মতো ছবিতে কাজ করেছেন।
বলিউড সূত্রে জানা যায়, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির শুটিংয়ের সময়ই শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীর ঘনিষ্ঠতা বাড়ে। এরপর থেকেই একে অপরকে ডেট করছেন তারা।
২০২৪ সালে আম্বানির পুত্রের বিয়েতে একসঙ্গে দেখা যায় তাদের। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুলের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার।’ সেই পোস্ট ঘিরেও বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
তবে মাঝআকাশের এই ভিডিও এবং তা ঘিরে রাভিনার ক্ষোভ নতুন করে তারকাদের গোপনীয়তা রক্ষার প্রশ্নকে সামনে এনেছে।
এসএন