অন্তঃসত্ত্বা কি অঙ্কিতা লোখান্ডে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মনে গত কয়েকদিন ধরেই। কিছুদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাফটার শেফ’-এর মঞ্চে মজার ছলেই মা হতে চলেছেন বলে মন্তব্য করেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে শুরু হয় জোর গুঞ্জন—সত্যিই কি সন্তান আসছে অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈনের জীবনে?
অবশেষে নিজের ভ্লগে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, এই মুহূর্তে সন্তান পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা চলছে ঠিকই, তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অভিনেত্রী বলেন, ‘‘এই প্রশ্নটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি।’’ একই সঙ্গে ভিকিও জানান, শুধু অনুরাগীরাই নয়, তাঁদের পরিবারের সদস্যরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খবরে।
ভিকির কথায়, ‘‘বহু দিন ধরেই এই খবর ছড়িয়েছে। প্রশ্ন একটাই—কবে সন্তান আসছে?’’ এই বক্তব্য থেকেই স্পষ্ট, দু’জনেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছেন এবং তা নিয়ে পারিবারিক স্তরেও আলোচনা চলছে।
অঙ্কিতা ও ভিকির এই সম্পর্ক শুরু হয় বেশ কিছু বছর আগে। ২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। বিয়ের পর থেকে দু’জনেই নানা রিয়েলিটি শো-তে একসঙ্গে অংশ নিয়েছেন। বিশেষ করে ‘বিগ বস ১৬’-তে তাঁদের জুটি বেশ নজর কাড়ে, যদিও সেই শো-তে তাঁদের দাম্পত্য রসায়ন নিয়েও কম আলোচনা হয়নি।
তবে সন্তান-সংক্রান্ত প্রশ্ন নিয়ে তাঁদের মধ্যে যে খোলাখুলি কথাবার্তা চলছে, তা থেকে অনেকেই ধরে নিচ্ছেন, শিগগিরই সুখবর আসতে চলেছে। যদিও ‘লাফটার শেফ’-এর সেটে অঙ্কিতার করা সেই মন্তব্য নিছকই রসিকতা ছিল, তবু তার মধ্যেই যেন লুকিয়ে ছিল ভবিষ্যতের ইঙ্গিত।
বর্তমানে ছোটপর্দার পাশাপাশি নানা ডিজিটাল মাধ্যমে নিজের উপস্থিতি ধরে রেখেছেন অঙ্কিতা। স্বামী ভিকিও শোবিজ দুনিয়ায় বেশ সক্রিয়। তাঁদের এই নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
এসএন