রুডিগার ও এমবাপ্পেকে আর্থিক জরিমানা করল উয়েফা

সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারিত হয়েছিল টাইব্রেকারে। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা হওয়ায় টাইব্রেকারে খেলা গড়ালে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজ ও মার্কাস ইয়োরেন্তে বল জালে পাঠাতে ব্যর্থ হন। অন্যদিকে রিয়ালের পক্ষে চতুর্থ শট নিয়ে মিস করেন লুকাস ভাসকেস। তবে শেষ শটে অ্যান্টনিও রুডিগার বল জালে পাঠালে রিয়াল জয় পায়।

নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বুনো উল্লাসে মেতে উঠেছিলেন রিয়ালের খেলোয়াড়রা। বিশেষ করে শেষ শট জালে পাঠিয়ে রুডিগার অ্যাতলেটিকোর সমর্থকদের উদ্দেশ করে যেভাবে উদযাপনে মাতেন তা বিতর্কের জন্ম দেয়। তার সঙ্গে বুনো উদযাপনে যোগ দেন দানি সেবায়োস কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রও। তবে সে উদযাপন ভালোভাবে নেননি রেফারি। ফলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন রিয়ালের এই চার তারকা।



অবশেষে সেই ম্যাচের বুনো উদযাপনের জন্য শাস্তি পেতে হচ্ছে রিয়ালের তিন তারকা–রুডিগার, সেবায়োস ও এমবাপ্পেকে। কাদেনা এসইআর জানিয়েছে, রিয়ালের এই তিন তারকাকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

কৃতকর্মের জন্য এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো (৪৩ লাখ টাকা), রুডিগারকে ৪০ হাজার ইউরো (৫৭ লাখ ৩৭ হাজার টাকা) ও সেবায়োসকে ২০ হাজার ইউরো (২৮ লাখ ৬৯ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। টাইব্রেকারে রিয়ালের নাটকীয় জয়ের পর উদযাপন ও অঙ্গভঙ্গীর জন্য মাদ্রিদের এই তিন তারকাকে এই জরিমানা গুণতে হচ্ছে।

রুডিগারের নেয়া স্পটকিকে রিয়ালের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা নিজেদের সমর্থকদের দিকে ছুটে যান। এ সময় অ্যাতলেটিকোর সমর্থকরা তাদের উদ্দেশ করে নানা রকম দ্রব্য ছুড়তে থাকে। লস রোজিব্লাঙ্কোরা রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে মাঠের দর্শকদের উত্তেজিত করে তোলার অভিযোগ আনে।

অন্যদিকে রিয়াল অভিযোগ জানায়, অ্যাতলেটিকো সমর্থকরা তাদের খেলোয়াড়দের প্রতি আক্রমণাত্মক ছিল এবং স্ট্যান্ড থেকে মিসাইল ছুড়েছে।

তবে, রিয়ালের ১৫ ট্রফি ও অ্যাতলেটিকোর একটিও নেই এমন ইঙ্গিত দেখিয়েও শাস্তির হাত থেকে বেঁচে গেছেন ভিনিসিউস জুনিয়র। তার প্রতিক্রিয়া সতর্ক করার মতো আগ্রাসী ছিল না বলে মত উয়েফার।

রুডিগার, এমবাপ্পে ও সেবায়োসকে এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞাও দিয়েছে উয়েফা। যার অর্থ তারা একই ধরণের কাজ পুনরায় করলে এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর বাইরে এক সমর্থক নাৎসি স্যালুট দেয়ায় রিয়ালকে সতর্ক করে ১৫ হাজার ইউরো (২১ লাখ ৫১ হাজার টাকা) জরিমানা করেছে। একই ধরণের ঘটনা পুনর্বার ঘটলে রিয়ালকে উয়েফার প্রতিযোগিতায় টিকিট বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল বুধবার (৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে শাবি আলনসোর শিষ্যরা।  

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক আজ Jul 09, 2025
img
মেট্রোতে গড়ে প্রতিদিন ৪ লাখ যাত্রী ওঠে , সবচেয়ে বেশি যে স্টেশনে Jul 09, 2025
img
তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খান, গৌরীকে নিয়ে কী বললেন? Jul 09, 2025
img
যশোরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত Jul 09, 2025
img
ফ্রান্সে দাবানলে আহত শতাধিক Jul 09, 2025
img
আওয়ামী লীগের সঙ্গে যারা আঁতাত করেনি, তারাই বড় বিএনপি : ড. বাচ্চু Jul 09, 2025
img
সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত Jul 09, 2025
img
করাচির ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার Jul 09, 2025
img
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ : উমামা ফাতেমা Jul 09, 2025
img
টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর Jul 09, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ Jul 09, 2025
শুল্কের ব্যাপারে এবার ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে: অর্থ উপদেষ্টা Jul 09, 2025
‘নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না’ Jul 09, 2025
‘পিণ্ডি-দিল্লি ও লন্ডন-আমেরিকার ওপর নির্ভর করতে চাই না’ Jul 09, 2025
এনসিপি বাংলাদেশপন্থি দল, দিল্লিপন্থি নয়, বসুন্ধরাপন্থি নয়: হাসনাত Jul 09, 2025
ডিপজলের প্রতি নারী ভক্তের গুরুতর অভিযোগ Jul 09, 2025
মেহেরপুরের মঞ্চে উঠে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ Jul 09, 2025
তরুণদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Jul 09, 2025
বৃষ্টিতেও থেমে নেই এনসিপির জুলাই পদযাত্রা Jul 09, 2025
প্রাপ্য টাকার দাবিতে জুলাই আহত যোদ্ধাদের জুলাই ফাউন্ডেশন এর সামনে হট্টগোল, অফিস তালা Jul 09, 2025