ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১১০ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ বলেছেন, প্রায় ৮০০ জন দমকলকর্মী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আমাদের প্রচেষ্টা অব্যাহত।
ফরাসি গণমাধ্যমের মতে, কমপক্ষে ৪০০ জনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
৯ জন দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল এবং নির্দেশ না দেওয়া পর্যন্ত সরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, যাতে জরুরি যানবাহনের জন্য রাস্তা পরিষ্কার থাকে।
ফরাসি গণমাধ্যম বিএফএমটিভি অনুসারে, মেয়র বলেন, আগুনের তীব্রতা প্রতি মিনিটে ১.২ কিমি (০.৭ মাইল) বেগে ছড়িয়ে পড়ে। তিনি এর জন্য দমকা হাওয়া, ঘন গাছপালা এবং খাড়া ঢালকে দায়ী করেছেন।
যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অগ্নিনির্বাপক কর্মীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, আহত এবং সকল বাসিন্দার প্রতি আমাদের সমবেদনা।
স্বরাষ্ট্রমন্ত্রী রিটেইলউ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মার্সেই পৌঁছেছেন। সেখানে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।
ইউরোপের অন্যান্য অংশেও দাবানলের খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে উত্তর-পূর্ব স্পেনের কাতালোনিয়া অঞ্চল, যেখানে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় তারাগোনা প্রদেশে দাবানলের কারণে ১৮ হাজারেরও এরও বেশি মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
রাতভর তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ার পর, ৩০০ জন অগ্নিনির্বাপক কর্মীর সঙ্গে জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছিল, যা প্রায় ৩ হাজার হেক্টর (৭,৪১৩ একর) জায়গায় ছড়িয়ে পড়েছে।
গ্রিসে, সোমবার সারা দেশে প্রায় ৪১টি দাবানলের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪টি আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সাতটি সোমবার সন্ধ্যা পর্যন্ত সক্রিয় ছিল, ফায়ার সার্ভিস জানিয়েছে।
পশ্চিম ও দক্ষিণ ইউরোপের বেশিরভাগ অংশ গ্রীষ্মের শুরুতে তীব্র দাবদাহের কবলে পড়ে, আগুন ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়।
সূত্র : বিবিসি
পিএ/টিএ