সাকিবের জন্য বিসিবির দরজা খোলা, বললেন চেয়ারম্যান ইফতেখার মিঠু

রাজনৈতিক কারণে অনেকদিন ধরেই দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। তবে দেশের বাইরের সিরিজ বা টুর্নামেন্টগুলোতে কেনো থাকছেন না এই অলরাউন্ডার, সেটা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। এবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা। কিন্তু সাকিব যেহেতু বোলিং অ্যাকশন শুধরে এসেছেন, তাই তার আরও কিছু ম্যাচ দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মিঠু।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব৷ রাজনৈতিক কারণে দেশে তার নিরাপত্তা শঙ্কার বিষয়টি স্পষ্ট। তবে দলের প্রয়োজনের মুহূর্তে দেশের বাইরের কোনো সিরিজ বা টুর্নামেন্টে তার না থাকার বিষয়টি অনেকের কাছেই বোধগম্য নয়। বোলিং অ্যাকশনে সমস্যা থাকাকালীন বোর্ডের যুক্তি ছিল, শুধু বোলার সাকিবকে দলে জায়গা পাওয়ার যোগ্য হিসেবে দেখছেন না নির্বাচকরা। কিছুদিন আগে সেটাও শুধরে এসেছেন সাকিব। খেলেছেন পাকিস্তান সুপার লিগেও। পিএসএলে সাকিবের পারফরম্যান্স তেমন স্বস্তিদায়ক না হলেও দলের হাল বিবেচনায় সাকিবের অভিজ্ঞতাকে অপ্রাসঙ্গিক মনে করার সুযোগ নেই। তবে বোর্ডের পালাবদল এবং দলের ক্রমাগত ব্যর্থতার মধ্যেও সাকিবের প্রসঙ্গ খুব একটা সামনে আসছে না।


এবার এই বিষয়ে কথা বলেছেন বিসিবির পরিচালক এবং মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার আহমেদ মিঠু। তার মতে, সাকিবের পারফরম্যান্স দেখে তার বিষয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।



সাকিবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুরুতেই তার ভূয়সী প্রশংসা করেন মিঠু। তিনি বলেন, 'বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ১০০ বছরে সাকিব ১-২টা বের হয়। তাকে অন্য কারো সঙ্গে তুলনা করা যায় না। যেকোনো দলে সে একজন ব্যাটার হিসেবেও মাঠে নামতে পারে, বোলার হিসেবেও। অলরাউন্ডার হিসেবেও অবশ্যই...নইলে এতদিন তো সেরা অলরাউন্ডার থাকে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাকিবের অভাবটা হবে। তবে দলের চাহিদা যদি ওরকম আসে, আবার দেখবেন স্বয়ংক্রিয়ভাবে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে।'

দলে সাকিবের সুযোগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'ওর অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। আমি আগেও বলেছি, এটা আমাদের নির্বাচকরাও বলেছে যে তাদের চিন্তাভাবনায় আছে, সবার চিন্তা-ভাবনাতে আছে। দুইটা দুই জিনিস। একটা তার রাজনৈতিক ক্যারিয়ার, ওটাতে আমাদের কোনো সম্পর্ক নেই। ক্রিকেটার সাকিবের ক্ষেত্রে দরজা খোলা। আরও ১-২টা টুর্নামেন্ট খেললে নিশ্চয়ই। এটা আমার ডিপার্টমেন্ট না তো... ক্রিকেট অপারেশনস অপেক্ষা করছে সামনে সাকিবের খেলার পরের প্রক্রিয়াতে।'

সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে...ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা-ভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবে সেটা দেখা যাক। তারা আসুক....ফাহিম ভাই বা লিপু ভাই বলুক (সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে)...তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে। তখন আমরা বুঝতে পারব তাদের পরিকল্পনা কী। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই। তাকে বাদ দিয়ে দিতে পারবেন না।'


ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
আগামী নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: প্রেস সচিব Jul 09, 2025
img
নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্র Jul 09, 2025
img
পলক কান্না করেননি, কান্না হয়ে গেছে: ইলিয়াস Jul 09, 2025
img
কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত Jul 09, 2025
img
আমাদের জন্য কঠিন সিরিজ হবে : আসালাঙ্কা Jul 09, 2025
img
মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত Jul 09, 2025
img
স্থগিত হল কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা Jul 09, 2025
img
প্রাক্তন স্বামীকে 'দাদা' বলে সম্বোধন করলেন অভিনেত্রী! Jul 09, 2025
img
আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিল স্পেনের আদালত Jul 09, 2025
img
আওয়ামী লীগ উইল নেভার কামব্যাক : হাসনাত আব্দুল্লাহ Jul 09, 2025
img
অতীতের মতো আর ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া হবে না: শিক্ষা উপদেষ্টা Jul 09, 2025
img
আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান Jul 09, 2025
img
ইসিকে আসন বাতিলের ক্ষমতা ফিরিয়ে দিতে আইনি দিক খতিয়ে দেখার নির্দেশ Jul 09, 2025
img
নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত ইসির Jul 09, 2025
img
বাড়ছে মহুরী নদীর পানি, ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি Jul 09, 2025
img
মোসাদ্দেককে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ লিপুর Jul 09, 2025
img
শেখ হাসিনাকে হটিয়ে আমরা ভয় ভেঙে দিয়েছি: নাহিদ Jul 09, 2025
img
প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব Jul 09, 2025
img
আমি ফুলটাইম রাজনীতিবিদ, পার্টটাইম অভিনেত্রী : স্মৃতি ইরানি Jul 09, 2025
img
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার Jul 09, 2025