জাপানের কারাতসু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও ভারতের অস্টম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশি নির্মাতা আবু শাহেদ ইমনের জাপানি ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’ নির্বাচিত হয়েছে।
কারাতসু উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্যের মধ্যে একটি ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’।
এ বছর মোট ৩৩১টি ছবি জমা পড়েছিল উৎসবটিতে। পুরস্কার ঘোষণা করা হবে ১৩ জুলাই উৎসবের সমাপনী অনুষ্ঠানে।
অন্যদিকে কলকাতার নন্দন ফিল্ম সেন্টারে বসেছে ভারতের অস্টম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভাল। চলবে ১৩ জুলাই পর্যন্ত।
এখানে ‘ইন্টারন্যাশনাল উইন্ডো—শর্ট ফিকশন সেকশন’-এ মাত্র ৯টি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যা পূর্ব ভারতের সর্ববৃহৎ স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি উৎসবের মর্যাদাপূর্ণ বিভাগ বলে বিবেচিত।