নায়িকার বিশ্বস্ত আপ্তসহায়কই শেষমেশ হয়ে উঠলেন প্রতারক! বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থার আর্থিক দায়িত্বে ছিলেন যিনি, সেই বেদিকা শেট্টি এখন জালিয়াতির অভিযোগে গ্রেফতার। দীর্ঘ দুই বছর ধরে আলিয়ার অ্যাকাউন্ট ও প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড থেকে ৭৬ লাখ ৯০ হাজার ৮৯২ টাকা তছরুপ করেছেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
ঘটনার সূত্রপাত বছরের শুরুতে। আলিয়ার মা এবং ইটারনাল সানশাইনের অন্যতম কর্ণধার সোনি রাজদান জুহু থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্ট পর্যন্ত ধাপে ধাপে এই অর্থ আত্মসাৎ করেছেন বেদিকা। দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী হওয়ায় কেউ কিছু বুঝতেই পারেননি।
বেঙ্গালুরুর এনজি কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দা বেদিকাকে অবশেষে ট্র্যাক করে গ্রেফতার করে মুম্বই পুলিশ। পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে এনে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, বেদিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায়—অর্থাৎ বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আলিয়ার ব্যক্তিগত হিসাব থেকে শুরু করে তাঁর প্রযোজনা সংস্থার আর্থিক লেনদেনের দায়িত্বে ছিলেন বেদিকা। সেই সুযোগকেই নাকি কাজে লাগান তিনি। পরিকল্পিতভাবে টাকা সরিয়ে নেন একাধিকবার।
তদন্তকারীদের দাবি, যেভাবে নিখুঁতভাবে আর্থিক প্রতারণা চালিয়েছেন বেদিকা, তা প্রমাণ করে—এটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। বিশ্বাস করে যাঁকে নিজের সবকিছু সামলাতে দিয়েছিলেন আলিয়া, তিনিই চুপিসারে কুক্ষিগত করেছেন লক্ষ লক্ষ টাকা।
বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী আলিয়ার ঘনিষ্ঠ বৃত্তে থাকা এক নারীর এই বিশ্বাসভঙ্গ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলছেন, তারকাদের ব্যক্তিগত সহকারী বা অ্যাকাউন্ট ম্যানেজার বাছার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।
এসএন