যুক্তরাষ্ট্র-চীনের ওপর নির্ভরতার অবসান ঘটাতে হুঁশিয়ারি ম্যাক্রোঁর

যুক্তরাষ্ট্র ও চীনের ওপর থেকে নির্ভরতাশীলতার অবসান ঘটানোর জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, যুক্তরাষ্ট্র-চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি বলেছেন, বৈশ্বিক হুমকিগুলোর মুখে ইউরোপকে সুরক্ষিত রাখতে এবং যুক্তরাষ্ট্র ও চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে মুক্ত হতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে একসঙ্গে কাজ করতে হবে।

ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বিরল ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এসব কথা বলেন। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ব্রেক্সিট-পরবর্তী সময়ে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ম্যাক্রোঁকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো হয়। রাজপরিবারের আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে তিনি হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস — ব্রিটিশ পার্লাামেন্টের দুই কক্ষে ভাষণ দেন।

সেখানে তিনি বলেন, “যুক্তরাজ্য ও ফ্রান্সকে আবারও বিশ্বকে দেখাতে হবে, আমাদের জোট বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমাদের সময়ের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই একমাত্র পথ।”

আন্তর্জাতিক অঙ্গনে বিদ্যমান হুমকিগুলোর কথা উল্লেখ করে ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র ও চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের অর্থনীতি ও সমাজকে এই দ্বৈত নির্ভরতা থেকে মুক্ত করতে হবে।”

ম্যাক্রোঁ আরও বলেন, উভয় দেশের শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের পারস্পরিক যাতায়াত সহজ করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের সুরক্ষা নিয়েও যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ম্যাক্রোঁর এ সফরকে ব্রিটেনের নতুন সরকার তথা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাজকীয় নৈশভোজে রাজা চার্লস বলেন, “আজকের রাতের এ উৎসব আমাদের নতুন যুগের প্রতীক। ১৯০৪ সালে শুরু হওয়া ‘এন্তান্ত কোরদিয়াল’ বন্ধুত্বকে আমরা আরও এগিয়ে নিচ্ছি— এখন সেটা কেবল কোরদিয়াল নয়, ‘আমিকাল’ (ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক)।”

৭৬ বছর বয়সী রাজা চার্লস বর্তমানে ক্যানসার চিকিৎসাধীন। অনুষ্ঠানে তার ডান চোখ কিছুটা লাল ছিল। বাকিংহাম প্যালেস জানিয়েছে, এটি রক্তনালির ফেটে যাওয়ার ফলে হয়েছে, যা তার অন্যান্য স্বাস্থ্যের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে Jul 09, 2025
img
ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগের ঘোষণা Jul 09, 2025
img
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা Jul 09, 2025
img
আগামী নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: প্রেস সচিব Jul 09, 2025
img
নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্র Jul 09, 2025
img
পলক কান্না করেননি, কান্না হয়ে গেছে: ইলিয়াস Jul 09, 2025
img
কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত Jul 09, 2025
img
আমাদের জন্য কঠিন সিরিজ হবে : আসালাঙ্কা Jul 09, 2025
img
মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত Jul 09, 2025
img
স্থগিত হল কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা Jul 09, 2025
img
প্রাক্তন স্বামীকে 'দাদা' বলে সম্বোধন করলেন অভিনেত্রী! Jul 09, 2025
img
আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিল স্পেনের আদালত Jul 09, 2025
img
আওয়ামী লীগ উইল নেভার কামব্যাক : হাসনাত আব্দুল্লাহ Jul 09, 2025
img
অতীতের মতো আর ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া হবে না: শিক্ষা উপদেষ্টা Jul 09, 2025
img
আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান Jul 09, 2025
img
ইসিকে আসন বাতিলের ক্ষমতা ফিরিয়ে দিতে আইনি দিক খতিয়ে দেখার নির্দেশ Jul 09, 2025
img
নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত ইসির Jul 09, 2025
img
বাড়ছে মহুরী নদীর পানি, ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি Jul 09, 2025
img
মোসাদ্দেককে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ লিপুর Jul 09, 2025
img
শেখ হাসিনাকে হটিয়ে আমরা ভয় ভেঙে দিয়েছি: নাহিদ Jul 09, 2025