টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৫ নেতা বহিষ্কার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সত্ত্বেও কথা না শোনায় দলীয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বিএনপি। চলমান বহিষ্কার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের কারণে ঝুট ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই নিয়ে মুখ খুলতে শুরু করেছেন নেতারাও।

আজ বুধবার (৯ জুলাই) অনুসন্ধানে এই সব তথ্য জানা গেছে।

জানা যায়, গত রবিবার থেকে গতকাল পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। বহিষ্কার হওয়া ৫ জনের মধ্যে দুইজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। একজন চিকিৎসার জন্য বিদেশে আছেন এবং বাকিরা দৃশ্যমান নয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই (রবিবার) কেন্দ্রীয় বিএনপি টঙ্গীর তিন নেতাসহ গাজীপুর মহানগর বিএনপির ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাদাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট জিয়াউল হাসান উরফে জিএস স্বপন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা ও টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। বহিষ্কৃতদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন ও সিরাজুল ইসলাম সাথী। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বহিষ্কার করা হয় বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে।

খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীতে তিন শতাধিক কলকারখানা আছে। এসব কারখানায় ব্যবসা-বাণিজ্যের গডফাদার ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতি। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিএনপির লোকজন এসব দখল করে। দখলবাজী ও চাঁদাবাজীর বিরুদ্ধে তারেক রহমান বার বার হুশিয়ারি দিলেও মাঠ পর্যায়ে তেমন কার্যকর হয়নি। ফলে এখন চলছে কঠোর ব্যবস্থা।

টঙ্গীর পাগার সোসাইটি এলাকায় অবস্থিত উইন্ডি এ্যাপারেলস লিমিটেডে আওয়ামী লীগ আমলে একচেটিয়া ব্যবসা করতেন গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। কিরণ গ্রেপ্তারের পর এই কারখানায় ব্যবসা দখল করেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের পিএস গোলাম কিবরিয়া জনি। এই ঘটনায় মামলাও হয়।

জনি গণমাধ্যমকে বলেন, ‘আমার নামে ডিড (চুক্তি নামা) আছে। কিন্তু আমি ঝুট ব্যবসা করি না। স্থানীয় নেতাকর্মীরা আমার নামে ব্যবসা করেন।’

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমি কোনো ঝুট ব্যবসা করি না। আমি এখন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছি।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার বলার পরও যারা দলের কথা শুনছেন না, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে এটাই স্বাভাবিক। আমরা চাই, বিএনপি একটি সুশৃঙ্খল দল ছিল এবং থাকবে। শৃঙ্খলা ঠিক রাখতে দলের সব ব্যবস্থা গ্রহণকে স্বাগত জানাই।’



ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
লিটনের ফিফটিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের Sep 12, 2025
img
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছিরের মামলা চলতে বাধা নেই Sep 12, 2025
img
কাতারে ইসরায়েলের হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির Sep 11, 2025
img
ঝিনাইদহে ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ Sep 11, 2025
img
এ বছর জলাবদ্ধতা কমেছে: ডিএনসিসি প্রশাসক Sep 11, 2025
img
ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের কারণ ব্যাখ্যা করলেন জাহেদ উর রহমান Sep 11, 2025
img
একলাফে ২০ হাজার টাকা বাড়ল স্বর্ণমুদ্রার দাম Sep 11, 2025
img
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Sep 11, 2025
img
ডাকসু নির্বাচন সফল করায় সবাইকে ধন্যবাদ দিলেন উপাচার্য Sep 11, 2025
img
চলতি মাসেই অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন Sep 11, 2025
img
ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল Sep 11, 2025
img
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার Sep 11, 2025
img
বাংলাদেশকে রুখতে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলো হংকং Sep 11, 2025
img
দুই ঘণ্টা পর ভোট শেষ হওয়ার কারণ জানালেন নজরুল হলের প্রভোস্ট Sep 11, 2025
img
টেকসই কৃষি, বনায়ন ও নগরায়ণে তরুণদের এগিয়ে আসার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের Sep 11, 2025
তাণ্ডবের পর সাইফের ‘হাওয়াই মিঠাই’ নিয়ে আলোচনায় Sep 11, 2025
img
জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৯ শতাংশ Sep 11, 2025
img
চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ভেবে দেখবে ছাত্রদল Sep 11, 2025
img
গোবিন্দর থেকে শুধু সোনালি বেঁচে গিয়েছে: সুনীতা Sep 11, 2025
img
ডাকসু নির্বাচনে জয়-পরাজয় নিয়ে মাসুদ কামালের মন্তব্য Sep 11, 2025