‘অ্যানিমাল’–এর পর এবার একেবারে ভগবান রামের ভূমিকায় — বলিউড তারকা রণবীর কাপুর যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে মহাকাব্যিক যাত্রায় পা রাখলেন। নীতেশ তিওয়ারি পরিচালিত, ১৬০০ কোটির ব্যয়ে নির্মিত হতে চলা ‘রামায়ণ’ ফ্র্যাঞ্চাইজিতে শুধু অভিনয় নয়, পারিশ্রমিকেও ইতিহাস গড়লেন রণবীর। দুই পর্ব মিলিয়ে তাঁর মোট পারিশ্রমিক ১৫০ কোটি টাকা। অর্থাৎ প্রতিটি ছবিতে তিনি পাচ্ছেন ৭৫ কোটি করে — যা বলিউড ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় অন্যতম শীর্ষ স্থান।
এই প্রকল্প যে শুধু রণবীর ঘিরে নয়, তার প্রমাণ কাস্টিং–এ। দেবী সীতার চরিত্রে থাকছেন দক্ষিণী তারকা সাই পল্লবী, যিনি দুই পার্ট মিলিয়ে পাচ্ছেন ১২ কোটি টাকা। আর রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’–খ্যাত ইয়াশকে, যিনি শুধু অভিনেতা নন, এই ফ্র্যাঞ্চাইজির সহপ্রযোজক হিসেবেও যুক্ত। অর্থাৎ, বড় তারকা, বড় বাজেট, এবং একই সঙ্গে ভিজ্যুয়াল গ্র্যান্ডিওরের প্রতিশ্রুতি।
এই প্রকল্প প্রযোজনা করছে প্রাইম ফোকাস স্টুডিওজ, যা বিশ্বমানের ভিএফএক্স নির্মাণে পারদর্শী। পরিচালনার দায়িত্বে আছেন ‘দঙ্গল’ এবং ‘ছিছোরে’ খ্যাত নীতেশ তিওয়ারি, যিনি ইতিমধ্যেই ভারসাম্যপূর্ণ বর্ণনা আর আবেগঘন গল্প বলার জন্য পরিচিত।
‘রামায়ণ’ আসছে দুটি ভাগে। প্রথমটি মুক্তি পাবে দীপাবলি ২০২৬–এ, এবং দ্বিতীয় পর্ব দীপাবলি ২০২৭–এ। ইতিমধ্যেই টিজার দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। রাম-রাবণ যুদ্ধ, সীতার বনবাস, হনুমানের লঙ্কা জ্বালানো — সবকিছুকে আধুনিক ভিএফএক্স–এর ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে এক নতুন রূপে।
যদিও রণবীর নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে ইন্ডাস্ট্রি সূত্র নিশ্চিত, এই পারিশ্রমিক ও চরিত্র নির্বাচনের মাধ্যমে রণবীর কাপুর আরও একবার প্রমাণ করলেন, তিনি এখন বলিউডের এক নম্বর দৌড়বিদদের মধ্যে অন্যতম।
তবে শুধু অভিনেতা নয়, এই ছবি দিয়ে বলিউড এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। কারণ 'রামায়ণ' শুধু আর ধর্মীয় কাহিনি নয়, এটি এখন ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র বিনিয়োগ। দর্শকের আশা, বিশ্বাস আর আবেগকে এক সুতোয় গেঁথে ভারতের ইতিহাসে নতুন কাহিনি লিখবে এই মহাকাব্য।
এসএন