দ্রুত জুলাই সনদ ঘোষণা ও উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়ন চায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
বুধবার (৯ জুলাই) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়ন হলে সব দলের প্রতিনিধিত্ব থাকবে, এতে গণতান্ত্রিক ব্যবস্থা আরও উৎকর্ষিত হবে।
সংস্কার ও বিচার দুটাই কাঙ্ক্ষিত মাত্রায় হওয়া উচিত বলে মনে করেন সাইফুল হক। বলেন, অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারকে সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে সময় লাগতে পারে, তবে নির্বাচনের আগে বিচার দৃশ্যমান করা উচিত।
নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই হওয়া উচিত দাবি করে তিনি বলেন, এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে বোঝাপড়া শেষ করে সরকারের দ্রুত জুলাই সনদ ঘোষণা করা উচিত।
এ সময় জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে সারা মাসব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি ঘোষণা করেন দলটির এই কেন্দ্রীয় নেতা।
ইউটি/এসএন