যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক আলোচনার জন্য যোগাযোগ করেছে: ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক আলোচনার জন্য যোগাযোগ করেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান আলোচনায় বসবে কিনা তা এখনও ‘বিবেচনা’ করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে আমেরিকার প্রতি ইরানের বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে এবং যেকোনো আলোচনার আগে এই আস্থা ‘পুনরুদ্ধার’ করতে হবে।

ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুলাই) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন আলোচনায় আগ্রহ প্রকাশের বার্তা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আলোচনায় নিযুক্ত ছিলাম এবং আপনি দেখেছেন, কীভাবে এটি শেষ হয়েছিল। আলোচনার জন্য আস্থার প্রয়োজন এবং এখন কোনো আস্থা নেই।’

এদিকে ওয়াশিংটন সফরে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফায় রুদ্ধদার বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি। এর মধ্যে ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র যে ইসরাইলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে, তা প্রথমবারের মত স্বীকার করেছে তেল আবিব।

১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধ শেষে পরিস্থিতি থিতু হলেও নতুন করে সামনে আসছে সংঘাতের প্রকৃত মাত্রা। মঙ্গলবার প্রথমবারের মতো এক ইসরাইলি সামরিক কর্মকর্তা স্বীকার করেন যে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, অত্যন্ত অল্প কিছু সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে, তবে এসব ঘাঁটি এখনও সচল রয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও তেল আবিব এ তথ্য এতদিন গোপন রেখেছিল।

এর মধ্যেই টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন, ইরান অন্তত পাঁচটি ইসরাইলি সামরিক স্থাপনায় আঘাত হানে।

এর মধ্যে ছিল গোয়েন্দা কেন্দ্র ও একটি লজিস্টিকস ঘাঁটি। ইসরাইলি বিজ্ঞান ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তা আন্তর্জাতিক মহলের নজরে আসে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ১২ দিনের যুদ্ধ চলাকালীন ইরান বারবার কূটনৈতিক আলোচনার অনুরোধ করেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র বাঘাই সাফ জানিয়ে দেন, তারা কোনো আলোচনার অনুরোধ করেনি।

চলমান উত্তেজনার মধ্যেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর এটিই তার প্রথম সৌদি আরব সফর। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার এবং পারস্পপরিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির ছায়ায় হামলা চালিয়ে বিশ্ব নিরাপত্তা ভঙ্গ করেছে। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব না বলে জানান তিনি।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, সেই পরোক্ষ আলোচনা সফল হলে দুই দেশই অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতো। তেহরান-ওয়াশিংটনের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্যের সম্ভাবনা ছিল বলেও দাবি করেন তিনি।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আমাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংকট আছে: লিপু Jul 10, 2025
img
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৯ কেজি রুপা জব্দ Jul 10, 2025
img
১৫ বছর আগের থেকে অনেক বেশি যোগ্য ও পরিবর্তিত তারেক রহমান: মান্না Jul 10, 2025
img
সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ Jul 10, 2025
img
১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার Jul 09, 2025
img
টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিনকে নেওয়ার কারণ জানালেন অধিনায়ক লিটন Jul 09, 2025
img
বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থানে বাংলাদেশ Jul 09, 2025
img
জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে Jul 09, 2025
img
ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগের ঘোষণা Jul 09, 2025
img
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা Jul 09, 2025
img
আগামী নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: প্রেস সচিব Jul 09, 2025
img
নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্র Jul 09, 2025
img
পলক কান্না করেননি, কান্না হয়ে গেছে: ইলিয়াস Jul 09, 2025
img
কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত Jul 09, 2025
img
আমাদের জন্য কঠিন সিরিজ হবে : আসালাঙ্কা Jul 09, 2025
img
মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত Jul 09, 2025
img
স্থগিত হল কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা Jul 09, 2025
img
প্রাক্তন স্বামীকে 'দাদা' বলে সম্বোধন করলেন অভিনেত্রী! Jul 09, 2025
img
আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিল স্পেনের আদালত Jul 09, 2025
img
আওয়ামী লীগ উইল নেভার কামব্যাক : হাসনাত আব্দুল্লাহ Jul 09, 2025