আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার যশ দয়াল এবার এক গুরুতর আইনি জটিলতায় জড়ালেন। গাজিয়াবাদের এক নারী তার বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতিতে যৌন নির্যাতন’-এর অভিযোগ এনে এফআইআর করেছেন। পাল্টা পদক্ষেপে যশ দয়ালও ওই নারীর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে প্রয়াগরাজের খুলদাবাদ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নতুন ধারায় (BNS Section 69: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) যশ দয়ালের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। জানা গেছে, ২১ জুন ওই নারী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আইজিআরএস (ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রেড্রেসাল সিস্টেম) এর মাধ্যমে অভিযোগ জানানোর পর এই মামলা রুজু করা হয়।
এ বিষয়ে যশ দয়াল নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি নিজেও প্রয়াগরাজের খুলদাবাদ থানায় ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিজের অভিযোগে দয়াল জানিয়েছেন, ওই নারী তার আইফোন ও ল্যাপটপ চুরি করেছেন। তিনি চান, ওই নারী ও তার পরিবারের দুই সদস্যসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হোক। অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নারীর সঙ্গে পরিচয় হয় যশ দয়ালের।
ধীরে ধীরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা শুরু হয়। অভিযোগে যশ আরো জানান, ওই নারী চিকিৎসার অজুহাতে এবং পরিবারের বিভিন্ন সমস্যার কথা বলে তার কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নেন, যা আজও ফেরত দেননি। এছাড়াও, শপিংয়ের জন্য বারবার টাকা নিয়েছেন বলেও দাবি করেছেন এই ২৭ বছর বয়সী পেসার।
ইউটি/এসএন