বুমরাহ-র প্রশংসায় পঞ্চমুখ শাহিন আফ্রিদি

খেলার মাঠে প্রতিপক্ষ, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মাঝে রাজনৈতিক বৈরিতার কারণে সেই দ্বৈরথের মাত্রা আরও বেশি। তবে ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের মাঠের বাইরে যখনই দেখা হয় তাদের উষ্ণ ভাব-বিনিময় ক্রিকেট বিশ্বের নজর এড়ায় না। যা সর্বশেষ এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা গেছে। তারই ধারাবাহিকতায় জাসপ্রিত বুমরাহকে বর্তমান সময়ের সেরা বোলার হিসেবে স্বীকৃতি দিতেও দ্বিধা করলেন না শাহিন আফ্রিদি।

ভারতীয় এই তারকা পেসারকে রেটিং করতে বলা হলে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন ১০–এ ১০ দিয়েছেন। তার মতে, ৩১ বছর বয়সী বুমরাহ বর্তমানে বিশ্বের সেরা বোলার। মূলত ভারতীয় এই তারকার সুইং, একই লাইন-লেংথ মেনে বোলিং ও মাঠে অভিজ্ঞতার বাস্তবায়ন দেখে মুগ্ধ শাহিন আফ্রিদি। ‘ব্রিকস ‍টু রিচেস’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

প্রথমে সঞ্চালক নাবিল মুসাররাত বুমরাহকে রেটিং করতে বলেন শাহিনকে। পরে ১০/১০ রেটিং করায় পাকিস্তানি পেসারের কাছে কারণ জানতে চাওয়া হয়। শাহিন ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা বোলার। সুইং, স্পেলের যথার্থতা ও অভিজ্ঞতা মিলিয়ে। আমার মতে বর্তমানে বিশ্বে তার চেয়ে সেরা বোলার নেই।’

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বুমরাহ’র। এরপর থেকে ক্রমান্বয়ে তিন ফরম্যাটেই তিনি ভারতের সেরা বোলারে পরিণত হয়েছেন। ২০২৪ সালে বিশ্বমঞ্চে ভারতের দীর্ঘ শিরোপাখরা কাটানোর অন্যতম নায়কও বুমরাহ। যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে তিনি ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন। টুর্নামেন্টসেরার পুরস্কারও ওঠে বুমরাহ’র হাতে। গত বছর আইসিসির বর্ষসেরা টেস্ট ও টি-টোয়েন্টি উভয় একাদশেই জায়গা করে নেন তিনি। তিনি বছরের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই ভেন্যু কেপটাউনে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় জাসপ্রিত বুমরাহ’র। এরপর থেকে ডানহাতি এই পেসার এখন পর্যন্ত সাদা পোশাকে ৪৬ ম্যাচে ২১০ উইকেট নিয়েছেন। যা বুমরাহকে স্থান দিয়েছে ইতিহাসের চূড়ায়। তিনিই একমাত্র বোলার, যিনি টেস্টে ন্যূনতম ২০০ উইকেট শিকার করলেন ২০ রানের (১৯.৬০) কম গড়ে। যদিও বর্তমানে ইনজুরির ঝুঁকি বিবেচনায় ডানহাতি এই তারকাকে খুব বেছে বেছে খেলাচ্ছে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে হেডিংলি টেস্টে খেলেছেন বুমরাহ। ভারতীয় অন্য বোলারদের ধারহীন বোলিংয়ের বিপরীতে তিনি ছিলেন ব্যতিক্রম। প্রথম ইনিংসে ৮৩ রানে তুলে নেন ৫ উইকেট। ৩ উইকেট শিকারের পরই বুমরাহ ওয়াসিম আকরামের করা ২৪ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দেন। এশিয়ার বাইরে ক্রিকেটের পরাশক্তি চার সেনা (আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে) দেশের (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) বিপক্ষে সর্বোচ্চ উইকেট এখন তার। ১৪৬ উইকেট নিয়ে এর আগপর্যন্ত শীর্ষে ছিলেন আকরাম, মাত্র ৬০ ইনিংসে সেটি পেরিয়েছেন ভারতীয় তারকা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ Jul 10, 2025
img
শততম জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন মাহাথির Jul 10, 2025
img
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল Jul 10, 2025
img
৭১ ছিলো ভারত-পাকিস্তান যুদ্ধ, জুলাই আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা Jul 10, 2025
উ'চ্ছেদের আগে পুনর্বাসন চান দোকানদাররা! Jul 10, 2025
জামায়াতের মহাসমাবেশ: কারা আসছে, প্রস্তুতিতে কী চমক? Jul 10, 2025
ফেনী কি পুরোপুরি পানির নিচে? টানা বৃষ্টিতে বিপদসীমার উপরে নদ-নদী! Jul 10, 2025
img
রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা : জোভান Jul 10, 2025
ফেনীতে নতুন করে প্লাবিত ছাগলনাইয়া, আশ্রয়কেন্দ্রে ৭ হাজার মানুষ Jul 10, 2025
img
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন Jul 10, 2025
img
এসএসসি ২০২৫: জিপিএ ৫ কমেছে ৪৩ হাজার Jul 10, 2025
img
অ্যাটলির মহাবাজেটের সিনেমায় আল্লু-রাশমিকা Jul 10, 2025
img
মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ Jul 10, 2025
img
এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর Jul 10, 2025
img
এসএসসি ২০২৫: ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী Jul 10, 2025
img
সাত দফা দাবিতে ১৯ জুলাই সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ Jul 10, 2025
img
পেটের ভেতরে ৭ ইঞ্চি কাঁচি রেখেই সেলাই , ৭ মাস পর অপসারণ Jul 10, 2025
img
২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৮৪ জন Jul 10, 2025
img
কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ Jul 10, 2025
img
ফের আসছে ‘খাদান ২’, দেব-যিশুকে নিয়ে প্রস্তুতি জোর কদমে Jul 10, 2025