‘বার্সা ভক্ত’ হিসেবে রিয়ালকে হারাতে চান পিএসজি কোচ

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল হলেও, ম্যাচটি যেন ফাইনালের আগে আরেক ফাইনাল। আসরের অন্যতম সেরা দুই ফেবারিট মুখোমুখি হবে এই ম্যাচে। একদিকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি, তাদের বিপরীতে ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পিএসজির বর্তমান কোচ লুইস এনরিকে একসময় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ডাগআউট সামলেছেন। যখন রিয়াল ছিল তার চিরপ্রতিদ্বন্দ্বী। পিএসজির পক্ষে দাঁড়ালেও সেই স্মৃতি স্মরণ করালেন এনরিকে।

আজ (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়বে পিএসজি ও রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ লস ব্লাঙ্কোসদের নিয়ে পিএসজি কোচ বলেন, ‘বিশ্বের সফলতম ক্লাবের বিপক্ষে লড়াই সবসময়ই বাড়তি প্রেরণার। রিয়ালের বিপক্ষে ম্যাচটি বিশেষ কিছু, কোনো সংশয় নেই। এই ধরনের ম্যাচ খেলতে আমরা বেশি পছন্দও করি, কারণ এর মানে আমরা নিজেদের কাজটি করতে পেরেছি এবং সেমিফাইনালের মতো ম্যাচ খেলার জায়গায় আসতে পেরেছি।’

সাবেক বার্সেলোনা ও স্পেনের কোচ এনরিকে বলেন, ‘আপনারা ইতোমধ্যেই জানেন আমি একজন বার্সাভক্ত। এখনও আমি ওই ক্লাবের সদস্য এবং তাদের খেলার সমর্থক হিসেবে রিয়ালের বিপক্ষে খেলায় সবসময়ই বাড়তি প্রেরণা পাই। আমরা এতটুকু পথ ইতিহাস গড়েই এসেছি। এখন আমাদের এমন একটি টুর্নামেন্ট জয়ের সুযোগ এসেছে, যা প্রতি চার বছর অন্তর হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্লাবের বিপক্ষে খেলার দারুণ মঞ্চ এটি। আমরা এখন ফাইনাল থেকে এক কদম দূরে, স্বভাবতই এই মুহূর্তে অনেক বেশি প্রেরণা কাজ করছে।’



ম্যাচটিতে রিয়ালের প্রতিপক্ষ যখন পিএসজি, স্বাভাবিকভাবে ক্লাবটির সাবেক তারকা কিলিয়ান এমবাপের প্রসঙ্গ আসবেই। সাবেক ক্লাবের সঙ্গে আইনি লড়াইও চলছে এই ফরাসি অধিনায়কের। ফলে রিয়াল-পিএসজি ম্যাচেও সেই উত্তেজনার রসদ তো থাকবেই। প্রতিবারের মতো এবারও এনরিকের সামনে প্রশ্ন তোলা হয়– এমবাপেকে ছাড়াই পিএসজি এখন আরও ভালো দল কি না? অন্য সময় কৌশলী উত্তর দিলেও এবার এড়িয়ে গেলেন পিএসজি কোচ, ‘এই প্রশ্ন অতীত নিয়ে। আমি এখানে অতীত নিয়ে কথা বলতে চাই না। কেবল ভবিষ্যৎ নিয়েই ভাবছি।’

ক্লাব বিশ্বকাপের পুরো আসরজুড়েই কথা হয়েছে যুক্তরাষ্ট্রের বিরূপ আবহাওয়া নিয়ে। যেখানে ফুটবলাররা রীতিমতো হাঁসফাঁস করেছেন। সেই প্রসঙ্গে এনরিকের অভিমত— ‘এই কন্ডিশনে খেলতে আমরা অভ্যস্ত হয়ে উঠছি। এটাই এই বিশ্বকাপের ধারা। তাই এই ম্যাচেও বরাবরের মতোই ব্যাপার হবে। অবশ্যই এটি খুব ভালো কিছু নয়, কারণ এই কন্ডিশনে খেলা খুব কঠিন। তবে তা দুই দলের জন্যই থাকবে।’

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গতকাল রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো’র জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে তৃতীয়বারের ফাইনাল নিশ্চিত করল মেন ইন ব্লু’রা। ফাইনালে তারা মোকাবিলা করবে রিয়াল ও পিএসজির ম্যাচে বিজয়ীদের সঙ্গে। আগামী রোববার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।



ইউটি/এসএন




Share this news on:

সর্বশেষ

বাংলাদেশে পুশইন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের দরজায় মমতা Jul 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 10, 2025
সরকারি অর্থায়নে গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা অর্থ মন্ত্রণালয়ের Jul 10, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর Jul 10, 2025
মিরসরাইয়ে নিহত দুই পলিটেকনিক শিক্ষার্থীর জানাযা থেকে Jul 10, 2025
img
শিক্ষা মন্ত্রণালয়ের দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ Jul 10, 2025
সত্যতা মিলেছে কল রেকর্ডিংয়ের, গুলির নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা Jul 10, 2025
img
ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ Jul 10, 2025
img
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত Jul 10, 2025
img
অনুশীলনের জন্য দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে : প্রধান উপদেষ্টা Jul 10, 2025
img
আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে ১৭ হাজার জনবল নিয়োগ হবে: প্রেস সচিব Jul 10, 2025
img
সব হজ এজেন্সিকে হাবের সদস্যপদ নিতে হবে Jul 10, 2025
img
ট্রাম্পের শুল্ক চিঠির তালিকায় আরও ৬ দেশ Jul 10, 2025
img
সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক: নাহিদ ইসলাম Jul 10, 2025
img
রংপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ২৫ Jul 10, 2025
img
বিনিয়োগ খুঁজতে চীন সফরে যাচ্ছেন বিডার চেয়ারম্যান Jul 10, 2025
img
রাজনীতিবিদরা সামনে বড় বড় কথা বলেন, ভিতরে ভিতরে চলে বোঝাপড়া: সারজিস আলম Jul 10, 2025
img
বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম Jul 10, 2025
img
সকালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়, অতিবৃষ্টির শঙ্কা Jul 10, 2025
img
বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা: হাসনাত আব্দুল্লাহ Jul 10, 2025