বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র চায় এনসিপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে, ঠিক তেমন করেই আর যদি কেউ এসে দেশ চালায়, আমাদের এতো ভাইয়েরা জীবন দিলো, চব্বিশের আন্দোলনে আমাদের এতো ভাইদের জীবন দেওয়া বৃথা হয়ে যাবে না? আমাদের শহীদ ভাইদের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের আলতাইবা মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিবিসি বাংলার রিপোর্টে আমরা দেখেছি, শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যার করার নির্দেশ দিলো, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদের দায়বদ্ধ থাকতে হবে। মোদি সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। গণহত্যাকারীকে, একজন মানবতাবিরোধী অপরাধী ক্রসফায়ারকারীকে আশ্রয় দেওয়ার এই দায় মোদি সরকারকে নিতে হবে। এই কারণে আমরা মোদি সরকারের কাছে আহ্বান জানাবো- যতদ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করতে হবে।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের দীর্ঘসময় ধরে একই সংবিধান চলে আসছে, এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার যে অধিকারের কথা, সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই। পঞ্চাশটা বছর পার হয়ে গেছে। আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত-কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে, এমন একটা সংবিধান আমরা চাই।

এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করতে চায়। আমরা চাই একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র। যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায়ের নিশ্চয়তা থাকবে। হাজারো মানুষ আমাদের পদযাত্রায় অংশ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, ভালোবাসা দিচ্ছে। আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিতে চাই— নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে নিজেদের উৎসর্গ করে।

আখতার হোসেন বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। গণতন্ত্র, মানবিকতা, স্বাধীন মত প্রকাশ এবং আইনের শাসনের জন্য তাদের রক্ত ঝরেছে। সেই রক্তের ঋণ শোধ করতে হলে রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতেই হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোই পুনর্গঠনের দাবি জানাচ্ছি।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক Jul 10, 2025
img
১৩ বছর পর বলিউডে আবারও সম্পর্কের গল্প নিয়ে ফিরছে ককটেল ২! Jul 10, 2025
img
রাজকীয় ঐতিহ্য বয়ে আনা বলিউডের পাঁচ তারকা! Jul 10, 2025
img
১০০ বছরে সাকিব ১-২টা বের হয় : বিসিবি পরিচালক Jul 10, 2025
img
আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার Jul 10, 2025
img
আগামী নির্বাচনে ৪৭ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ১৬ হাজার: প্রেস সচিব Jul 10, 2025
img
সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে: রাষ্ট্রদূত Jul 10, 2025
img
বন্যার কারণে ৩ শিক্ষা বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত Jul 10, 2025
img
শাহ আমানত বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ থেকে ১৫ লাখ টাকার পণ্য জব্দ Jul 10, 2025
img
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ঢাকা ও কিশোরগঞ্জে অভিযান Jul 10, 2025
ডন থ্রিতে ফিরছেন শাহরুখ-প্রিয়াঙ্কা? জল্পনায় উত্তাল বলিউড Jul 10, 2025
বাংলাদেশে পুশইন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের দরজায় মমতা Jul 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 10, 2025
সরকারি অর্থায়নে গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা অর্থ মন্ত্রণালয়ের Jul 10, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর Jul 10, 2025
মিরসরাইয়ে নিহত দুই পলিটেকনিক শিক্ষার্থীর জানাযা থেকে Jul 10, 2025
সত্যতা মিলেছে কল রেকর্ডিংয়ের, গুলির নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা Jul 10, 2025
img
ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ Jul 10, 2025
img
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত Jul 10, 2025
img
অনুশীলনের জন্য দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে : প্রধান উপদেষ্টা Jul 10, 2025