২০২৫ সালের আগস্টে মুক্তি পাচ্ছে ‘ধাড়াক ২’। তবে এটি আর পাঁচটা সাধারণ সিক্যুয়েলের মতো নয়। ২০১৮ সালের ‘ধাড়াক ’ ছিল মারাঠি ব্লকবাস্টার ‘সাইরাট’-এর হিন্দি রিমেক, যেখানে কেন্দ্রে ছিল এক নিষিদ্ধ প্রেম। কিন্তু এবারের গল্প একেবারেই ভিন্ন—নতুন প্রেক্ষাপট, নতুন বার্তা, আর তার মধ্যেও জ্বলজ্বল করছে প্রেম, আত্মপরিচয়ের সন্ধান, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক প্রতিবাদ।
প্রধান চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি। ‘নিলেশ’ ও ‘বিদি’র মধ্যকার সম্পর্ক কেবল আবেগ নয়, বরং এক গভীর টানাপড়েন, যেখানে ভালোবাসা জড়িয়ে গেছে শ্রেণিগত লড়াই ও ব্যক্তিত্বের প্রশ্নে। সদ্য প্রকাশিত ট্রেলারে তাদের কেমিস্ট্রি ও অভিব্যক্তি নজর কেড়েছে দর্শকদের।
এই ছবির পরিচালক শাজিয়া ইকবাল। তিনি তাঁর প্রথম চলচ্চিত্রেই সাহসী ও স্তরযুক্ত এক প্রেমের গল্প তুলে ধরেছেন। ছবির চিত্রনাট্যও তাঁর নিজস্ব—সহযোগিতায় রয়েছেন রাহুল বাদভেলকর। প্রযোজনায় আছেন করণ জোহর, যাঁর ব্যানারে চমৎকার প্রোডাকশন ভ্যালু সবসময়ই নিশ্চয়তা দেয়।
‘ধাড়াক ২’-এতৃপ্তি ওসিদ্ধান্ত ছাড়াও অভিনয় করেছেন আশিষ চৌধুরী, বিপিন শর্মা, মঞ্জিরি পুপালা, দীক্ষা যোশি, অশ্বন্ত লোধি, অমিত যাট, প্রিয়াঙ্ক তিওয়ারি, ময়াঙ্ক খান্না ও আদিত্য ঠাকরে। এদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে।
ছবির মাধ্যমে যেমন আবেগঘন প্রেম উঠে এসেছে, তেমনি উঠে এসেছে সমাজে রয়ে যাওয়া বিভাজনের কষ্টকর বাস্তবতা। একদিকে তরুণ প্রেমিক-প্রেমিকার আশা-আকাঙ্ক্ষা, অন্যদিকে সমাজের রুদ্ধ দেয়াল—এই দুইয়ের সংঘর্ষই গড়ে তুলেছে ‘ধাড়াক ২’-এর মূল সুর।
সিদ্দধান্ত চতুর্বেদী শিগগিরই দেখা দেবেন বিকাশ বহেল পরিচালিত ‘দিল কা দরওয়াজা খোল না ডার্লিং’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে আছেন জয়া বচ্চন ও ভামিকা গাব্বি। অন্যদিকেতৃপ্তি দিমরিকে দেখা যাবে বিশাল ভরদ্বাজ পরিচালিত এক রোমান্টিক সিনেমায়, শাহিদ কাপুরের বিপরীতে, যা মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।
সব মিলিয়ে, ‘ধাড়াক ২’ শুধুই প্রেমের গল্প নয়—এটি এক সামাজিক প্রতিরোধ, আত্মসম্মান রক্ষার বার্তা, আর তার মধ্যে থাকা অনুভূতির বুনন।
আবেগ, স্পার্ক ও বার্তা—সব মিলিয়ে এটি হতে চলেছে বছরের অন্যতম উল্লেখযোগ্য প্রেমের ছবি।
এফপি/টিএ