শঙ্কামুক্ত চাঁদপুরের সেই খতিব, আসামির জবানবন্দিতে যা জানা গেল

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী (৬০)–এর ওপর নৃশংস হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি বিল্লাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হামলায় গুরুতর আহত হলেও বর্তমানে মাওলানা মাদানী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার ছেলে আফনান তাকি।

গত শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে খতিবের ওপর হামলা চালায় বিল্লাল হোসেন (৫০)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ‘অপমান করেছেন’- এমন অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে এই হামলা চালান তিনি।

হামলায় মাওলানা নূর রহমান মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় মুসল্লিরা তাৎক্ষণিক হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।

আসামি বিল্লাল হোসেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের বাসিন্দা এবং শহরের বকুলতলায় বসবাস করেন। পেশায় তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

গতকাল শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হয় বিল্লাল হোসেনকে। পরে তিনি হামলার দায় স্বীকার করে জবানবন্দি দেন। রাত ৮টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়। মামলার তদন্ত করছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

চাঁদপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ বলেন, আসামি আদালতে দোষ স্বীকার করেছেন। প্রয়োজনে তাকে আবার রিমান্ডে আনা হতে পারে।

হামলার পর প্রথমে মাওলানা মাদানীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হলি কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তার বড় ছেলে আফনান তাকি বলেন, আমার বাবার ওপর যে বর্বর হামলা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন।

ঘটনার দিন রাতেই আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় হামলাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করা হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাদের খান বলেন, এটি নিছক একক হামলা নয়, বরং একটি পরিকল্পিত ঘটনা। অভিযুক্তের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে আমাদের সন্দেহ। আদালতে সে দোষ স্বীকার করলেও তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

হামলার ঘটনার প্রতিবাদে শনিবার চাঁদপুর শহরে বিভিন্ন ইসলামিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সকাল থেকেই শহরে গুজব ছড়িয়ে পড়ে যে মাওলানা মাদানী মারা গেছেন। তবে পুলিশ ও পরিবার বিষয়টি নাকচ করে জানান, তিনি বেঁচে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
সোহাগ হত্যা নিয়ে রাজনীতি না করার অনুরোধ সালমান মুক্তাদিরের Jul 13, 2025
img
অনন্ত-রাধিকার বিবাহবার্ষিকীতে শাহরুখের শুভেচ্ছা Jul 13, 2025
নিবন্ধনবিহীন দলের প্রতীক 'নৌকা' কেন থাকবে তফসিলে, প্রশ্ন এনসিপির Jul 13, 2025
হাসপাতালে র‍্যাবের অভিযান, বেরিয়ে এলো দালালের নেটওয়ার্ক! Jul 13, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার গঠন ইস্যুতে মঙ্গলবার আলোচনা শুরু Jul 13, 2025
img
চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ Jul 13, 2025
img
মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ Jul 13, 2025
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল Jul 13, 2025
img
আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি Jul 13, 2025
img
“আনু মালিক আমার বাবাকে ঠকিয়েছেন”, সাক্ষাৎকারে আমাল মালিক Jul 13, 2025
img
দিন তিনেক পর পর একটি করে রেকর্ড ভাঙেন মেসি : মায়ামির কোচ Jul 13, 2025
img
ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ Jul 13, 2025
img
চাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে : গোলাম পরওয়ার Jul 13, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ Jul 13, 2025
img
নিরাপত্তার জন্য হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক Jul 13, 2025
img
'এটা আমাদের অভিনয়েরই একটা পার্ট', বিচারককে অপু বিশ্বাস Jul 13, 2025
img
স্বর্ণ পাচারে ১১ টি বারসহ যশোরে তিন চোরাকারবারি আটক Jul 13, 2025
img
জুলাই শহীদ দিবস: বেরোবিতে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ Jul 13, 2025
শাপলা প্রতীক নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত দিল সিইসি Jul 13, 2025
"ছাত্রদের উপর গুলির নির্দেশ" শিক্ষক হয়ে শিক্ষকদের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদ Jul 13, 2025