বিশ্বে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে চিলির সান্তিয়াগো। এই তালিকায় রাজধানীর ঢাকার অবস্থান নবম। রোববার (১৩ জুলাই) সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় শীর্ষে থাকা সান্তিয়াগের স্কোর হচ্ছে ১৮১ অর্থাৎ এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১৭৭ স্কোরে পাকিস্তানের লাহোর শহর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এই শহরে বাতাসও আজ স্বাস্থ্যকর। একই স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এ ছাড়া কঙ্গোর কিনসাসা শহরে বাতাসের স্কোর ১৭৪।
এই শহরের বাতাসও অস্বাস্থ্যকর। এ ছাড়া ১৪৭ স্কোরে নবম অবস্থানে উঠে আসে রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এমআর/টিকে