সরকার সকল ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে : জাতীয় পার্টি

দেশব্যাপী হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধী অপকর্মে গোটা জাতি চরম আতঙ্কিত বলে জানিয়েছেন জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

রোববার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয় পার্টি (রওশন) আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড-সন্ত্রাস-চাঁদাবাজির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মামুনূর রশিদ বলেন, ১০ জুলাই পুরান ঢাকায় ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডসহ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধে গোটা জাতি চরম আতঙ্কে রয়েছে। বাংলাদেশের আঠারো কোটি মানুষ এসব কল্পনাতীত অপরাধে ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমাল আজ নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে অন্ধকারে আটকে পড়বে, যা কারোরই কাম্য নয়।

তিনি বলেন, এই পরিস্থিতিতে জাতীয় পার্টি মনে করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে। এ থেকে মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্রজনতা— সবার ঐক্যের কোনো বিকল্প নেই। দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এবং অর্থনীতির চাকা ধ্বংস করতে চক্রান্ত চালাচ্ছে। একই চক্রান্ত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধেও চলছে, যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অর্জিত সুনাম বিনষ্ট করা যায়।

মামুনূর রশিদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫ শতাংশ ট্যারিফ রপ্তানি বাণিজ্যের জন্য অশনি সংকেত। গত এগারো মাসে বিদেশি বিনিয়োগ আসেনি, সার্বিক অর্থনীতি নাজুক।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে অনতিবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে সর্বক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণ আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে চায় না। সেনাপ্রধানকে আহ্বান জানাচ্ছি, জাতির স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিন, দেশবাসী আপনার দিকেই তাকিয়ে আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (রওশন) প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ, হাফসা সুলতানা প্রমুখ।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টিউলিপের মামলার কার্যক্রম স্থগিতের আদেশ হাইকোর্টের, আপিল করবে দুদক Jul 13, 2025
img
থমকে গেছে গাজার যুদ্ধবিরতি আলোচনা Jul 13, 2025
img
নির্বাচন বানচালে এনসিপি-জামায়াতসহ কয়েকটি দল ষড়যন্ত্র করছে : সাইফুল আলম নীরব Jul 13, 2025
img
অবশেষে রানে ফিরলেন লিটন Jul 13, 2025
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আসছেন ঢালিউডে? শাকিবের নতুন সিনেমায় গুঞ্জন Jul 13, 2025
img
এফডিসির কিছু মানুষের জন্যই দিলদার ভাইয়ের সঙ্গে জুটি ভেঙে যায় : নাসরিন Jul 13, 2025
img
ঢাবিতে ১৪ জুলাই বিকেল থেকে ক্লাস বন্ধ, ১৫ জুলাই সব পরীক্ষা স্থগিত Jul 13, 2025
ডা. জাকির নায়েকের চ্যানেল ফের চালুর দাবি, পাঠানো হয়েছে আইনি নোটিশ Jul 13, 2025
বিএনপির গতি ফেরাতে গালিবের আহ্বান Jul 13, 2025
ইউরোপে অভিবাসনে বাংলাদেশিদের আধিপত্য Jul 13, 2025
পরীক্ষায় ফেল করায় শিক্ষককে দেখে নেয়ার হুমকি,কল রেকর্ড ফাঁস! Jul 13, 2025
উত্তর সিটির রাস্তা নির্মাণ কাজ সম্পূর্ণের আগেই উদ্বোধনে বিএনপি নেতা! Jul 13, 2025
মিটফোর্ডের ঘটনায় এখনো বিক্ষোভ চলছে Jul 13, 2025
img
ভালো কিছুর আশা করেছিলাম, কিন্তু আপনারা হতাশ করেছেন : বিন ইয়ামিন Jul 13, 2025
img
ক্রটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: ড্যাব Jul 13, 2025
img
জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয় : এনসিপি Jul 13, 2025
img
বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ৮৮৩ পরীক্ষার্থীর ফল সংশোধনের নির্দেশ Jul 13, 2025
img
জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে : আলী রীয়াজ Jul 13, 2025
img
বিয়ের আগে মেয়েকে শর্মিলা ঠাকুরের বিশেষ পরামর্শ Jul 13, 2025
img
তাণ্ডব-বরবাদ সিনেমার সঙ্গে যুক্ত থাকা লোকেরাই পাইরেসি করেছে, দাবি নির্মাতা মামুনের Jul 13, 2025