সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে বেশ ভুগছেন লিটন দাস। ধারবাহিক ব্যর্থতায় অধিনায়কের একাদশে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠছিল! অবশেষে রানের দেখা পেলেন তিনি। ইতোমধ্যেই ফিফটি করেছেন।
দুই ওপেনারের ব্যর্থতার দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন। তিনে নেমে দলের হাল ধরেন তিনি। ৭ রানে দুই উইকেট হারানোর পরও লিটন ইতিবাচক ব্যাটিং করেছেন। ৩৯ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পেলেন তিনি। ৫০ বলে ৭৬ রান করে আউট হন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬২ রান।
বিস্তারিত আসছে...