ভেনিস উৎসবে ফিরছে বিমল রায়ের কালজয়ী ‘দো বিঘা জমিন’

ভারতীয় চলচ্চিত্র জগতে মোড় ঘোরানো বা মাইলকলক সৃষ্টি করা কাল্ট ছবিগুলির মধ্যে একটি বিমল রায়ের ‘দো বিঘা জমিন’। যে ছবি আজও সব মহলে বিশেষ গুরুত্ব পায়। ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিই ভারতীয় ছবিতে এক অন্য জোয়ার এনেছিল। ছবিতে পরিচালক বিমল রায় তুলে ধরেছিলেন স্বাধীনতাত্তোর ভারতের প্রেক্ষাপট।

শুধু দেশেই নয় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল এই ছবি। একইসঙ্গে সপ্তম কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল গ্র্যান্ড পিক্সও। শুধু তাই নয় ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হওয়া এটিই ছিল প্রথম ছবি। সেই কাল্ট ছবি আবারও ফিরছে দর্শকের দরবারে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফের প্রদর্শিত হবে কিংবদন্তি পরিচালক বিমল রায়ের ছবি ‘দো বিঘা জমিন’।

৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই কালজয়ী ছবির ৪কে সংরক্ষিত ভার্সন প্রদর্শিত হবে। সম্প্রতি পরিচালক বিমল রায়ের ১১৬তম জন্মবার্ষিকীতেই এই ঘোষণা করা হয়। আগামী ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর অবধি চলবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।



উল্লেখ্য, ১৯৪৮ সালে মুক্তি প্রাপ্ত ভিত্তোরিও ডি সিকার ছবি ‘বাইসাইকেল থিভস’ ছবি সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। যে ছবির হাত ধরে সমগ্র চলচ্চিত্র দুনিয়াতেই এক নবজোয়ার আসে। বহু পরিচালকই এই ছবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাদের নানা ছবিতে ফুটে উঠেছে ‘বাইসাইকেল থিভস’ ছবির ছায়া। ব্যতিক্রম নন পরিচালক বিমল রায়ও। সেখান থেকেই তৈরি হয় ‘দো বিঘা জমিন’- এর মতো ছবি। পরবর্তীকালে তার হাত ধরেই দর্শক পেয়েছে ‘দেবদাস’, ‘সুজাতা’, ‘মধুমতী’, ‘বন্দিনী’-এর মতো ছবি। এমনকি পরিচালক বিমল রায়ের এই ছবির হাত ধরে বাংলা বিনোদন জগতের তদানীন্তন বহু অভিনেতা-অভিনেত্রী মুম্বই পাড়ি দিয়েছিলেন। পরবর্তীতে তারা বাংলা বিনোদন জগতে নিজেদের পরিচয় নিজেরাই তৈরি করেছেন। তাদের মধ্যে একজন হলেন ঋত্বিক ঘটক।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন বিমল রায়ের কন্যা রিঙ্কি রায় ভট্টাচার্য, অপরাজিতা রায় সিংহ, পুত্র জয়বিমল রায় প্রমুখ। একসময়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ছবির ফের আন্তর্জাতিক স্তরেই আরও একবার প্রদর্শিত হবে সেই খবরে উচ্ছ্বসিত কবি তথা গীতিকার গুলজার সাহেব। তিনি একে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, “এটি একটি অসাধারণ বিষয়। ‘দো বিঘা জমিন’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে। এই ছবিই ভারতীয় ছবিকে এক অন্য দিশা দেখিয়েছিল। অনেকেই হয়তো জানেন না এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ থেকে অণুপ্রাণিত।”

কেএন/এসএন


Share this news on:

সর্বশেষ

img
যুক্ত হওয়ার পরে বুঝতে পারি, ওই প্ল্যাটফর্ম খুবই অগোছালো: উমামা ফাতেমা Jul 14, 2025
img
সুইস বিনিয়োগকারীর আইনি পদক্ষেপের হুমকি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে Jul 14, 2025
img
বার্সেলোনার নজরে ১৭ বছরের ব্রাজিলিয়ান বিস্ময়বালক! Jul 14, 2025
img
নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার চাইলেন নাসির ও তামিমা Jul 14, 2025
img
জুলাই ঘোষণাপত্র দরকার, সেটা সরকার করবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে : রবিউল আলম Jul 14, 2025
img
চেলসি তারকার গলা চেপে ধরার ব্যাখ্যা দিলেন কোচ এনরিকে Jul 14, 2025
img
সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত Jul 14, 2025
img
বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল Jul 14, 2025
img
অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয় : প্রধান ‍উপদেষ্টা Jul 14, 2025
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয় Jul 14, 2025
img
পোকা দমনে মাছি চাষের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের Jul 14, 2025
img
বরগুনায় জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, নথিপত্র-ভোটার তালিকা পুড়ে ছাই Jul 14, 2025
img
দেশের ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা Jul 14, 2025
img
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ Jul 14, 2025
img
সত্যিকারের গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ফরাসি রাষ্ট্রদূত Jul 14, 2025
img
ম্যাচসেরার পুরস্কার জিতে স্ত্রীকে ধন্যবাদ দিলেন খালেদ Jul 14, 2025
img
বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেই ষড়যন্ত্র চলছে : রিজভী Jul 14, 2025
img
১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮৭৪ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ Jul 14, 2025
যেকারনে মামুনের বিরুদ্ধে লায়লার মামলার আবেদন খারিজ হল Jul 14, 2025
img
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল উপভোগ করলেন সাদ উদ্দিন Jul 14, 2025