আলোচনা-সমালোচনার মাঝেই নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ২০২৯ সালে ফিফার এই ইভেন্টটি হতে পারে ব্রাজিলে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে নাকি এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনার শেষ নেই। ব্যস্ত সূচির মাঝে আরেকটা পূর্ণাঙ্গ টুর্নামেন্ট খেলার ধকল নিতে হয়েছে ফুটবলারদের। আসরজুড়েই প্লেয়ারদের ইনজুরি নিয়ে শঙ্কা ছিল কোচদের মনে। আবার মার্কিন মুলুকে বেশ কিছু ম্যাচের দর্শক সংখ্যা নিয়েও কম কথা হয়নি।
যদিও জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এই ইভেন্টে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ফিফা। এমনকি ২ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয়ের দাবিও করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। সে হিসাবে ম্যাচ প্রতি রেভিনিউ এসেছে ৩১ মিলিয়ন ডলার। গড়ে ৪০ হাজার দর্শক উপস্থিতির তথ্যও দিয়েছেন তিনি।
সব মিলিয়ে নতুন ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ডকাপের প্রথম আসর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এরইমাঝেই পরবর্তী আসর নিয়ে উঠছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, ২০২৯ সালেও ক্লাব বিশ্বকাপ হবে আমেরিকা মহাদেশে। তবে, সেটা লাতিনে। সম্ভাব্য আয়োজক ব্রাজিল। মেজর ইউরোপিয়ান লিগ ও কন্টিনেন্টাল টুর্নামেন্টের বিরতিতে এবারের মতো জুন-জুলাই উইন্ডোতে ইভেন্ট করতে চায় ফিফা।
গণমাধ্যমের খবর, পরবর্তী আসর আয়োজনে অফিসিয়ালি ইন্টারেস্ট দেখিয়েছে ব্রাজিল। ফিফার সঙ্গে নাকি যোগাযোগও করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সম্ভাব্য আয়োজক শহরের তালিকায় রয়েছে রিও ডি জেনেইরো, সাও পাওলো ও বেলো হরিজন্তে। ২০১৪ ফিফা বিশ্বকাপ থেকেই ভালো মানের স্টেডিয়াম রয়েছে ব্রাজিলে। ফুটবলের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য আর প্যাশনেট ফ্যান-বেইজের বিবেচনায় ব্রাজিলে ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনে আগ্রহ রয়েছে ইনফান্তিনোরও।
এমআর/টিকে