বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এসময় কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত ওই চিকিৎসক। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। পরে দুর্নীতিবাজ এ কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন শেষে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানকে প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
এরআগে মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেন।
এরপরই আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা বলেন, দুর্নীতিবাজ এ কর্মকর্তার অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তিনি বহাল তবিয়তে থেকে কমিশন আদায়ের জন্য টেস্ট বাণিজ্য করে আসছিলেন। তার (ডা. মনিরুজ্জামান) বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর। যে কারণে আরো বেপরোয়া হয়ে উঠে সে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে আসছিলো।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণ করা না হলে আগামীকাল মঙ্গলবার আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগের ব্যাপারে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, ‘উদ্দেশ্যে প্রণোদিতভাবে এ কর্মসূচি পালিত হয়েছে। যারা ওই কর্মসূচি পালন করেছে তারা আমার কাছ থেকে অবৈধ সুবিধা চেয়েছিল আমি না দেওয়ায় এটা করেছে।’