ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক নীতির ধূসর ছায়ায় তৈরি এক থ্রিলারের প্রতিশ্রুতি নিয়ে আসছে সনি লিভ। ৭ আগস্ট মুক্তি পাচ্ছে তাদের নতুন তেলেগু রাজনৈতিক সিরিজ ‘মায়াসভা: দ্য রাইজ অব দ্য টাইটানস’।
তেলেগু ভাষার এই রাজনৈতিক নাটকটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। কারণ, এখানে শুধুই নেতাদের বক্তৃতা বা ভোটের খেলা নয়—বরং রাজনীতির পর্দার আড়ালের বিশ্বাসঘাতকতা, চুক্তি, গোপন ষড়যন্ত্র আর ক্ষমতার লোভ-লালসার চিত্র উঠে আসবে বাস্তব রূপে।
সিরিজটির প্রোডাকশন ভ্যালু চমকপ্রদ। গল্প বুনেছে এক গ্রিটি, থ্রিলিং টেম্পোতে, যেখানে দর্শককে নিতে হবে নৈতিক দ্বিধা, চক্রান্ত আর ক্ষমতার মধ্যবর্তী জায়গায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পোস্টার ও টিজার মুক্তির পর থেকেই অনেকে একে বলছেন ‘তেলেগু রাজনীতির হাউজ অব কার্ডস’। তবে এই সিরিজ শুধু অনুপ্রেরণা নয়—নিজস্ব আবহে রাজনৈতিক ক্ষমতা আর আদর্শের সংঘাত তুলে ধরার এক সাহসী প্রয়াস।
এসএন