স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় বলিউডে শুরু হচ্ছে এক গ্ল্যামার-গর্জে ওঠা লড়াই। দুই সুপারস্টার নায়িকা—পূজা হেগড়ে ও কিয়ারা আদবাণী—একই দিনে বড়পর্দায়, একে অপরের বিপরীতে। মুক্তি পাচ্ছে তাদের অভিনীত দুই প্রতীক্ষিত ছবি, ‘কুলি’ ও ‘ওয়ার ২’।
একদিকে পূজা হেগড়ে, যিনি রজনীকান্তের বিপরীতে ‘কুলি’ ছবিতে ঝড় তুলেছেন। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবির ‘মোনিকা’ গান ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। পূজার নাচ, পোশাক ও পর্দার উপস্থিতি ফের তাঁকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু।
অন্যদিকে, কিয়ারা আদবাণী মাত্র এক ঝলকে আগুন ধরিয়ে দিয়েছেন ‘ওয়ার ২’-এর টিজারে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে পর্দা ভাগ করে কিয়ারা যেন বুঝিয়ে দিয়েছেন, তিনিও কম যান না।
এই দুই ছবি যেমন ভিন্ন ঘরানার, তেমনই দুই নায়িকার জনপ্রিয়তার নিরিখেও চলবে সমান টানাপড়েন। পূজার ছবিতে দক্ষিণী স্টাইল আর হাই-অক্টেন অ্যাকশন, কিয়ারার ছবিতে বলিউডি গ্র্যান্ড লুক আর স্পাই ইউনিভার্সের চমক।
ফলে, এবারের বক্স অফিস কেবল সংখ্যার খেলা নয়—এ এক গ্ল্যামার ও তারকাখ্যাতির দ্বৈরথ। কার ঝলকে কাবু হবে দর্শক, পূজা না কিয়ারা? উত্তর মিলবে ১৪ আগস্ট।
এসএন