ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেনতাওয়াই দ্বীপপুঞ্জে যাত্রীবাহী একটি নৌকাডুবে ১১ জন নিখোঁজ হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ১৮ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নৌকাটি মেনতাওয়াই দ্বীপপুঞ্জের ছোট শহর সিকাকাপ থেকে আরেক ছোট শহর তুয়াপেজাতের উদ্দেশে রওনা হয়েছিল। পথে উত্তাল সাগরে সেটি উল্টে যায়।
১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় পরিবহনের একটি নিয়মিত মাধ্যম নৌকা ও ফেরি। এখানে খারাপ আবহাওয়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের মতো নৌযানের নিরাপত্তা মানের শিথিলতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
গত ৩ জুন দেশটির বালি দ্বীপের উপকূলে একটি ফেরি ডুবে ৬৫ আরোহীর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়। ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১৭ জন এখনও নিখোঁজ।
এই অবস্থায় ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা দেশটির জলসীমায় কঠোর আবহাওয়ার সতর্কতা জারি করেছে।
এমআর/টিকে