চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই ২ অটোরিকশাসহ গ্রেফতার ৭
মোজো ডেস্ক 10:56AM, Jul 16, 2025
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া দুইটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পরে সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজারস্থ গ্যাঞ্জাম মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেন। গ্রেফতাররা হলেন- আসামি আব্দুল্লাহ আল নোমান (১৯), মো. রাসেল (২২), আহাম্মদ আলী রানা (২৩)।
একই দিন রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কোলাগাঁও ইউপির ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা লালপোল এলাকার পূর্ব কালভার্ট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে এয়াছিন আরাফাতের নিকট থেকে লুণ্ঠিত একটি ব্যাটারি চালিত অটোরিকশা রাত ১২টার সময় ছবুর মার্কেট বাবুল ওয়ার্কশপের সামনে থেকে উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মো. দেলোয়ার হোসেন (২৫), জিয়াউর রহমান (২৮), মো. নাছির উদ্দিন (৩২), মো. রাকিব (২০)-কে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় পটিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘দুইদিনের বিশেষ অভিযানে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও ৭ জনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পটিয়ায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’