সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ নানা দাবি তুলে যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তারা পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডিআরইউতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে। যারা পিআরসহ নানা দাবি তুলে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তারা পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার এক বছরেও কোনো সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারেনি।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো তৎপরতা জনগণ মেনে নেবে না।
কেএন/টিকে