বেন স্টোকসের নেতৃত্বে টানটান উত্তেজনার লর্ডস টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ন পয়েন্ট অর্জন করলেও ইংল্যান্ড ক্রিকেট দলকে এক বড় ধাক্কা খেতে হয়েছে। স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নিয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে সংস্থাটি।
আইসিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ম্যাচ রেফারির সুপারিশের ভিত্তিতে ইংল্যান্ডকে এই শাস্তি দেওয়া হয়েছে।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।
এই শাস্তির ফলে ইংল্যান্ডের ডব্লিউটিসি পয়েন্ট ২৪ থেকে কমে ২২-এ নেমে গেছে। পয়েন্টের শতাংশও ৬৬.৬৭ শতাংশ থেকে নেমে এসেছে ৬১.১১ শতাংশে। আগে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল, তবে এখন নেমে গেছে তৃতীয় স্থানে।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ না করতে পারলে প্রতিটি কম ওভারের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি, ডব্লিউটিসি প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য এক পয়েন্ট কাটা হয়। সেই নিয়মেই ইংল্যান্ডের ২ পয়েন্ট কাটা হয়েছে।
বর্তমানে ইংল্যান্ড তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেয়ে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, যারা তিনটি ম্যাচের সবগুলোই জিতেছে। দুই ম্যাচের একটিতে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ভারত এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।
এমকে/এসএন