নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জে ঢুকেইনি, তার আগে পুলিশ ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার আগে এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আক্রমণ করা হয়েছে, তার গাড়িকে- কারা করেছে এটা সবাই জানে। ওই শক্তি ফিরে আসবার জন্য জান দিয়ে দিচ্ছে। ওই শক্তি এত বড় সাহস পেল, কারণ যেহেতু দেখছে যে যারা তাদেরকে উৎখাত করেছিল, তারা তো এখন ভেঙে যাচ্ছে। এখন এর মধ্যে ঢুকলেই একটা কিছু করা যাবে।
বুধবার (১৬ জুলাই) দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কথা বলছি। এদের যে অবদান অতীতের সরকারকে ক্ষমতা থেকে সরাবার ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে, এটা জাতি স্বীকার করবে সবসময়, অস্বীকার করার জায়গা নাই। কিন্তু তারপর থেকে তারা যা করছেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে।
প্রকাশ্যে প্রশ্নগুলো তুলি না, কারণ আমি চাই যে তারা সঠিক পথে থাকুক। এই তরুণ শক্তি, যুবশক্তি দেশের কাজে লাগুক।
আরআর