গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন নাহিস ইসলাম। এছাড়া আগামীকাল বৃহস্পতিবারের ফরিদপুরসহ সারা দেশের এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী আরো সতর্ক থাকতে পারতো উল্লেখ করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহায়তা দিয়েছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আরআর