বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে সদলবলে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দেওয়া বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে দলের নেতাকর্মীদের সহযোগিতায় তিনি ওই সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের হাতে তুলে দেওয়া জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটী এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিকেলে এমসিবাজার এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র উঁচিয়ে সদলবলে মিছিল ও মহড়া দেন জাহাঙ্গীর আলম। পরে সেখানে পথসভা করে তিনি বাজারটি নিয়ন্ত্রণের ঘোষণা দেন। ওই সময় বাজারটির অনেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাও আদায় করেন জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা। মুহূর্তে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ওই ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ বিএনপির কর্মী হতে পারে না। জাহাঙ্গীর আলম বাজারে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেছে। দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দিয়েছে। বিএনপি এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে-জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে। তার (জাহাঙ্গীর) বিরুদ্ধে মামলা রয়েছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। বিএনপির ওই নেতা জানান, আজ বুধবার বেলা প্রায় ১১টার দিকে নেতাকর্মীদের মাধ্যমে তিনি জানতে পারেন, জাহাঙ্গীর আলম টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখান থেকে স্থানীয় জনতা ও নেতাকর্মীদের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন তিনি।

ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির মধ্যে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, জবরদখলকারীর জায়গা হবে না।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক গণমাধ্যমকে বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি এমসিজাবারে দেশীয় অস্ত্রের মহড়া ও মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো সাতটি মামলা রয়েছে।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
১৩ হাজার লিটার চোরাই পেট্রোলসহ আটক ২ Sep 02, 2025
img
পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে: সাইফুল হক Sep 02, 2025
img
ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়া আহসানের দুই সিনেমা Sep 02, 2025
img
বিসিবি পরিচালক পদে নির্বাচন করবো: বুলবুল Sep 02, 2025
নবীজি যেমন উদ্যোক্তা ছিলেন | ইসলামিক জ্ঞান Sep 02, 2025
‘আমি চুপ থেকেছি, কারণ ওর সম্মানটাই বড়’ দেবের শান্ত জবাব Sep 02, 2025
নির্বাচনে তামিম–বুলবুলের লড়াই, আবারও পরিচালক হচ্ছেন মাহবুব আনাম Sep 02, 2025
মোদিকে ‘মহামহিম প্রধানমন্ত্রী’ বললেন পুতিন Sep 02, 2025
জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি নিয়ে দৃঢ় অবস্থান জামায়াতের Sep 02, 2025
ক্যাম্পেইনে ছবি তুললেই ‘শিবির’ ট্যাগ! এসএম ফরহাদের অভিযোগ Sep 02, 2025
এক ধরণ ছাড়া বাকি সব ভিসা দিচ্ছে ভারত Sep 02, 2025
সোনার ভরি এক লাখ ৭৫ হাজার ছাড়াল Sep 02, 2025
img
জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর Sep 02, 2025
img
সব অভিযোগ তুলে মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন রাজ রিপা Sep 02, 2025
img
প্যাট কামিন্সকে নিয়ে হতাশার খবর জানালো অস্ট্রেলিয়া Sep 02, 2025
img
নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল Sep 02, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার শঙ্কা Sep 02, 2025
img
১৪ বছর পর প্রথম অপরিশোধিত তেল রপ্তানি করল সিরিয়া Sep 02, 2025
img

রাশেদ খাঁন

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না Sep 02, 2025
img
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, আহত ১০ Sep 02, 2025