কক্সবাজারের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি। হামলার অভিযোগ জামায়াত নেতাদের বিরুদ্ধে উঠলেও, তারা এটিকে ব্যক্তিগত বিরোধ বলছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা।
রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক যুবদল সভাপতি ছিলেন। ১৩ জুলাই রাতে হামলার শিকার হওয়ার পর ১৫ জুলাই সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুর রহমানের ছোট ভাই। শফিকুর রহমান অভিযোগ করেছেন, স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ আল নোমান, তার জামাতা মিজানসহ কয়েকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
এ ঘটনায় কক্সবাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এটি মসজিদের জমি নিয়ে মসজিদ কমিটি ও আরেকটি পক্ষের ব্যক্তিগত বিরোধ।
কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি বলেছেন, জমি নিয়ে বিরোধের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিএনপি নেতারা মসজিদের জমি দখল করতে গেলে মুসল্লিরা বাধা দেয়। এখানে জামায়াতে ইসলামীকে জড়ানো অত্যন্ত ন্যাক্কারজনক।
ঘটনার প্রধান অভিযুক্ত মিজানকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানিয়েছেন, বাকি অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
এফপি/টিএ