মোহিত সুরির নতুন প্রেমের ছবি ‘সাইয়ারা’ এখনও বড়পর্দায় আসেনি—কিন্তু আগাম সাড়া দেখে মনে হচ্ছে, দর্শক ইতিমধ্যেই প্রেমে পড়েছেন এই গল্পের। মুক্তির আগেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়ে গেছে প্রায় ৯৭ হাজার টিকিট, যার মোট আয় ২.৫৯ কোটি টাকা!
ইয়াশরাজ ফিল্মস প্রযোজিত এই আবেগঘন মিউজিক্যাল প্রেম কাহিনিতে প্রথমবার অভিনয়ে পা রাখছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। সদ্য প্রকাশিত ট্রেলার আর হৃদয়ছোঁয়া সাউন্ডট্র্যাক ইতিমধ্যেই ভাইরাল।
ছবির সংগীত জগতকে ঘিরে আরও উত্তেজনা—অরিজিৎ সিং, জুবিন নটিয়াল ও বিশাল মিশ্রের কণ্ঠে একের পর এক হৃদয়বিদারক গান যেন প্রেম, বিচ্ছেদ আর আত্মপরিচয়ের যন্ত্রণাকে নিখুঁতভাবে তুলে ধরেছে।
এদিকে অনুপম খেরের ‘তানভি দ্য গ্রেট’-এর সঙ্গে বক্স অফিসে টক্কর হলেও, প্রাথমিক পরিসংখ্যান বলছে—‘সাইয়ারা’-র আবেগ ও সংগীতের কাছে হার মানছে প্রতিদ্বন্দ্বিতা।
১৮ জুলাই মুক্তি পেতে চলা এই ছবি নিয়ে আশাবাদী শুধু নির্মাতারাই নন, বরং তরুণ দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা উন্মাদনা।
নতুন মুখ, পুরনো প্রেমের ব্যথা, আর অসাধারণ সুরের মিশেল—সব মিলিয়ে ‘সাইয়ারা’ হতে চলেছে বলিউডের এক আবেগঘন সংবেদন।
এসএন