ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে বল হাতে দুই উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত তার দল মায়ামি ব্লেজকে ৯ রানে হারিয়েছে ফ্লোরিডা লায়ন্স।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ফ্লোরিডা। টিওন ওয়েবস্টার ২০ বলে ২৯ এবং ম্যাথু হ্যানরি ১২ বলে ২৭ রান করে দলের স্কোর দ্রুত এগিয়ে নেন। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১০৭ রান। বল হাতে মায়ামির হয়ে ২ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন সাকিব। এছাড়া জহোর খান, কেসরিক উইলিয়ামস ও অর্নভ আইয়ার একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মায়ামি ব্লেজ। ওপেনিংয়ে নামা সাকিব মাত্র ৮ বল খেলে ১টি ছক্কা ও ১টি চারে ১৩ রান করে আউট হন। ইনিংসের দ্বিতীয় ওভারে ডেমার জনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। অপর ওপেনার অ্যাঞ্জেলো পেরেরা করেন মাত্র ২ রান।
এরপর ব্যাটাররা কেউই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। শিহান জয়াসুরিয়া করেন সর্বোচ্চ ২৫ রান। শ্রীভাতোস গোস্বামীর ব্যাট থেকে আসে ২১ রান। বাকিরা কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত পুরো দল ৯৮ রানেই গুটিয়ে যায়।
ফ্লোরিডার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইমরান খান, যিনি ৩টি উইকেট নেন। রাখিম কর্নওয়াল ও মেহরান খান নেন ২টি করে উইকেট। এছাড়া জনসন, থিসারা পেরেরা ও লাহিরু গ্যামেজ ১টি করে উইকেট শিকার করেন।
বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি দুটি ক্যাচ ও একটি রান আউটেও ভূমিকা রাখলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব। দলকেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।