মণি রত্নমের নতুন ছবি ‘থাগ লাইফ’-এ অভিনয়ের ঘোষণার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা আলি ফজল। ছবিটির নাম কিংবা বিষয়বস্তুকে ঘিরেই উঠেছে আপত্তির সুর। তবে এই সমালোচনার মুখে নিজেকে সরিয়ে না রেখে বরং সামনে এসে জবাব দিলেন আলি।
একটি বিবৃতিতে আলি ফজল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্পূর্ণ সচেতনতা ও দায়িত্ব নিয়েই তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন। ছবির বিষয়বস্তুর গভীরতা ও সংবেদনশীলতা সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং এই প্রকল্পের অংশ হতে পেরে নিজেকে গর্বিত বলেও জানিয়েছেন।
তাঁর বক্তব্যে উঠে এসেছে, সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ ও সংস্কৃতির দর্পণ—সেই জায়গা থেকেই তিনি ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও বিতর্কের নির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়, ধারণা করা হচ্ছে ‘থাগ লাইফ’ নামকরণ বা এর থিম ঘিরেই মূল আপত্তি।
‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ বা ‘মির্জাপুর’-এর মতো আন্তর্জাতিক ও দেশীয় প্রজেক্টে যিনি সমান দক্ষতায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, সেই আলি ফজল জানিয়েছেন—সব সময় তিনি বৈচিত্র্যময় গল্প বলতে আগ্রহী, এমন গল্প যেগুলো হয়তো মাঝে মাঝে বিতর্কও ডেকে আনে।
এই প্রতিকূলতাতেও থেমে যেতে নারাজ অভিনেতা। বরং তার মতে, এই ধরনের বিতর্কই শিল্পকে আরও চিন্তাশীল এবং অর্থবহ করে তোলে।
এসএন