জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মানিকগঞ্জ বাংলাদেশের তুলনায় একধাপ এগিয়ে থাকে লড়াই-প্রতিরোধে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে।"
মানিকগঞ্জে আয়োজিত এক জনসভায় তিনি এই বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, “আমরা সেই বুড়ো রাজনীতিবিদদের মতো, প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে। আমরা শুধু বলতে এসেছি, আমরা জানি আপনাদের সমস্যাগুলো কী, আমরা জানি আমাদের সমস্যা কী, বাংলাদেশের মানুষের সমস্যা কী। আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি।”
তিনি আরও বলেন, এই যে মানুষ, সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, দুর্নীতিমুক্ত হয়, সেই রাষ্ট্র তৈরি করা লাগবে, সেই সিস্টেম তৈরি করা লাগবে। চাঁদাবাজ থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে।
গোপালগঞ্জে এনসিপির মিছিলের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল, তারা জানে না যে এই আক্রমণ আমাদেরকে আরও দ্বিগুণভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, রাজবাড়িতে দিয়েছি, এই রাত দশটার সময় মানিকগঞ্জেও দিচ্ছি।”
শেষে তিনি বলেন, “নতুন বাংলাদেশে এমন কোনো প্রধানমন্ত্রী চাই না, যার কাছে একক ক্ষমতা থাকবে, যাকে প্রশ্ন করার কেউ থাকবে না। এই সংস্কার কোনো দলের পক্ষেও না, বিপক্ষেও না — এটা জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে।”