সদ্য সমাপ্ত লর্ডস টেস্টে ফলাফল এসেছে পঞ্চম দিনে। রোমাঞ্চকর লড়াইয়ের এই ম্যাচে ২২ রানের ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ম্যাচ জিতলেও জরিমানা গুনতে হচ্ছে ইংলিশদের। মন্থর ওভার রেটের কারণে তাদের জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ইংল্যান্ডের ২ পয়েন্ট কাটা গেছে। পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই কারণে জরিমানা গুনতে হতো ভারতকেও, তবে তারা অল্পের জন্য এই জরিমানা থেকে বেঁচে গেছে!
লর্ডসে চার দিনই খেলার সময় আধা ঘণ্টা করে বাড়াতে হয়েছে। পঞ্চম দিন তৃতীয় সেশনে খেলার ফলাফল এসেছে। প্রথম চার দিন আধা ঘণ্টা করে সময় বাড়ানোর পরেও পুরো ৯০ ওভার করা যায়নি। প্রথম দিন ৮৩ ওভার খেলা হয়েছিল। পরের দিনগুলোয় ৮০ ওভারও হয়নি। দুই দলের চার ইনিংসে মোট ৩৬৮.১ ওভার খেলা হয়েছে। পাঁচ দিনে ৯০ ওভার করে মোট ৪৫০ ওভার হওয়ার কথা। তার থেকে অনেক কম ওভার খেলা হয়েছে।
দুই দলই মন্থর বোলিং করেছে। কিন্ত শাস্তি পেয়েছে ইংল্যান্ড। তার কারণ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পুরো ৮০ ওভার না খেলা। প্রথম দিন ৮৩ ওভার খেলা হয়েছে। পুরোটাই ভারত বোলিং করেছে। দ্বিতীয় দিন ৭২.২ ওভার খেলা হয়েছে। ভারত করেছে ২৩.২ ওভার। ইংল্যান্ড ৪৯ ওভার। তৃতীয় দিন ৭৭.২ ওভার খেলা হয়েছে। ইংল্যান্ড ৭৬.২ ওভার বোলিং করেছে। ভারত ১ ওভার করেছে। চতুর্থ দিন ৭৮.৫ ওভার খেলা হয়েছে। ভারত ৬১.১ ওভার করেছে। ইংল্যান্ড ১৭.৪ ওভার করেছে। শেষ দিন ৫৭.১ ওভার খেলা হয়েছে। পুরোটাই ইংল্যান্ড বোলিং করেছে। অর্থাৎ, টেস্টে মোট ৩৬৮.১ ওভারের মধ্যে ভারত করেছে ১৬৬.১ ওভার। ইংল্যান্ড করেছে ২০২ ওভার।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ইনিংসে ৮০ ওভারের বেশি খেলা হলে তবেই তার সময় হিসাব করা হয়। দেখা হয় যে মন্থর বোলিং হয়েছে কি না। তাই ইংল্যান্ডের প্রথম ইনিংস এই নিয়মের মধ্যে ছিল। কিন্তু সেখানে ভারত মন্থর বোলিং করেনি। তবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভারত মন্থর বোলিং করলেও সেখানে ৮০ ওভারের আগেই অলআউট তারা। তাই জরিমানা গুনতে হচ্ছে না ভারতকে।
এমকে/টিএ