মালহোত্রা-আদ্ভানী পরিবারে এসেছে নতুন অতিথি! ১৫ জুলাই রাত ঠিক ১২টার আগে—যখন শহর ঘুমিয়ে পড়েছে, তখনই তারকাদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী হয়ে উঠলেন বাবা-মা। জন্ম নিয়েছে তাঁদের কন্যাসন্তান। এরপর ১৬ জুলাই সকালে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একসঙ্গে সুখবর ভাগ করে নেন সিদ-কিয়ারা।
এই খবরে উত্তাল বলিউডের অন্দরমহল। রাত পোহাতেই হাসপাতালের বাইরে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে গিয়েছিলেন ছবিশিকারিরা। ক্যামেরার লেন্সে ধরা পড়েছিলেন সিদ্ধার্থের বাবা, দাদা, পরিবারের আরও সদস্যরা। বৃহস্পতিবার সকালেই স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ির পথে পা বাড়ান ‘শেরশাহ’ খ্যাত অভিনেতা।
তবে যতটা না হইচই ছবি তোলা নিয়ে, তার থেকেও বেশি প্রশংসা কুড়িয়েছে সিদ-কিয়ারার ‘স্টারডমের বাইরে’ থাকা মানবিকতা। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার আগে ছবিশিকারিদের কাছে এক অভিনব অনুরোধ রাখেন তাঁরা—“দয়া করে কোনও ছবি নয়, শুধু আশীর্বাদ করুন।” তবে সে অনুরোধ ছিল অত্যন্ত মিষ্টি কায়দায়।
হালকা গোলাপি রঙের বাক্সে ভর্তি মিষ্টি পাঠান তারকা দম্পতি, ছবিশিকারিদের জন্য। মিষ্টির বাক্সে লেখা ছিল, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনও ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।” এই নরম অথচ স্পষ্ট বার্তা পৌঁছে দেন তাঁরা ফটোগ্রাফারদের হাতে।
এই মুহূর্তে তাঁদের একরত্তি মেয়েকে ঘিরে ঘরে সাজানো আনন্দের মেলা। কিন্তু এখনই সন্তানের মুখ দেখাতে রাজি নন সিদ-কিয়ারা। শিশুকে মিডিয়ার ঝলকে না রাখার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন অনুরাগীরাও।
এসএন