সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, দেশ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় জনগণকে সচেতন হয়ে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ‘আমার দেশ, আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন রূপনগর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল এসব কথা বলেন।
এ সময় আমিনুল হক তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের ভেতরেই বসে তারা বিচার বিভাগ, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতে বাংলাদেশের মানুষ এক স্বস্তি অনুভব করেছিল। কিন্তু সেই স্বস্তি কিছু স্বার্থান্বেষী মহল, বিশেষ করে তথাকথিত ‘আলবাটর বাহিনীর’ কিছু নেতা মেনে নিতে পারেনি। তারা এখন সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে আমিনুল হক বলেন, সংস্কার একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু ১১ মাস পার হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা সংস্কারের ‘স’ কিংবা বিচারের ‘ব’ পর্যন্ত দেখিনি। অথচ এখনো নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করার পাঁয়তারা চলছে। এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।
পরিবেশ রক্ষা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আমিনুল হককে নিয়ে রূপনগর থানা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় এলাকায় নিম গাছের চারা রোপণ করেন।
রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক এর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আমজাদ হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
পিএ/এসএন