পাঞ্জাবি সঙ্গীত ও সিনেমার জনপ্রিয় মুখ সোনম বাজওয়া এবার বলিউডের বিখ্যাত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাগি ৪’-এ ঝড় তুলতে চলেছেন। বলিউডের নৃত্য গুরু গণেশ আচার্যের পরিচালনায় একটি শক্তিশালী নৃত্যসংগীতে সোনমের পারফরম্যান্স দর্শকদের মনে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় সোনম প্রকাশ করেছেন এই কাজের উত্তেজনা, যেখানে তিনি জানালেন, ‘বাগি’ ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া তার শৈশবের স্বপ্ন ছিল এবং বড় পর্দায় একটি বড় নাচের গানে অংশ নেওয়া তার জন্য এক অপূর্ব অনুভূতি।
সদ্য সমাপ্ত এই নৃত্যসংগীতের শুটিং চলাকালীন কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন টাইগার শ্রফ, যিনি বলছেন ‘বাগি ৪’ তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। পরিচালনা করেছেন এ. হরষা, যিনি এই সিনেমায় তীব্র নৃত্য ও দাপুটে অ্যাকশন দৃশ্যের সমন্বয়ে দর্শকদের চোখ জুড়িয়ে দিতে চলেছেন।
সোনম বাজওয়ার নৃত্যশৈলী ও টাইগারের প্রখর উপস্থিতি ‘বাগি ৪’-কে আগামী এক ভয়ঙ্কর এবং স্মরণীয় সিনেমায় পরিণত করবে বলেই আশা করা হচ্ছে। সিনেমার এই চতুর্থ কিস্তি চলচ্চিত্রপ্রেমীদের কাছে দারুণ অভিজ্ঞতা এনে দেবে।
এসএন