সাবেক ইংল্যান্ড অধিনায়ক পল ইনস মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে এক বছরের জন্য ড্রাইভিং নিষিদ্ধ হয়েছেন। চেশায়ারের চেস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট শুক্রবার ইনসকে ১২ মাসের নিষেধাজ্ঞা, ৫ হাজার পাউন্ড অর্থদণ্ড, ২ হাজার পাউন্ডের সারচার্জ এবং ৮৫ পাউন্ড আদালত খরচসহ মোট ৭,০৮৫ পাউন্ড জরিমানা করেন।
চেশায়ারের চেস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুক্রবার (১৮ জুলাই) ৫৭ বছর বয়সী ইনস দোষ স্বীকার করেন। আদালতে জানানো হয়, গত ২৮ জুন চেশায়ারের নেস্টনে কালো রেঞ্জ রোভার চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা খেয়ে তার গাড়ির দুটি চাকা ফেটে যায়।
পরে একটি পেট্রোল পাম্পে গাড়ি থামানোর পর পুলিশ তাকে আটক করে। পুলিশের পরীক্ষায় তার নিঃশ্বাসে প্রতি ১০০ মিলিলিটারে ৪৯ মাইক্রোগ্রাম অ্যালকোহল ধরা পড়ে। যেখানে আইনসীমা ৩৫ মাইক্রোগ্রাম।
জেলা বিচারক জ্যাক ম্যাকগারভা স্পষ্ট ভাষায় বলেন, ‘বার্তাটা পরিষ্কার—যদি গাড়ি চালাতে হয়, তাহলে এক ফোঁটা মদও নয়।
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ৫৩টি ম্যাচ খেলা পল ইনস ক্লাব পর্যায়ে ওয়েস্ট হ্যাম, ম্যানইউ, ইন্টার মিলান ও লিভারপুলের হয়ে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। সর্বশেষ দায়িত্ব পালন করেন রিডিং ক্লাবে ২০২৩ সাল পর্যন্ত।
ইউটি/এসএন