বলিউডের শাহেনশাহ বলা হয় অমিতাভ বচ্চনকে। অগণিত ভক্তের ভালোবাসায় ভরা তার দীর্ঘ ক্যারিয়ার। ঠান্ডা মেজাজ, সৌজন্য আর মার্জিত ব্যবহারের জন্যও পরিচিতি রয়েছে তার। কিন্তু সেই অমিতাভকেই এবার মেজাজ হারাতে দেখা গেল অমিতাভকে।
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরা অন হতেই হঠাৎ রেগে গেলেন অভিনেতা। ঘটনাটি ঘটেছে অমিতাভের মুম্বাইয়ের জুহুর বাটিতে। সাদা পোশাক আর কাঁধে শাল জড়িয়ে বাংলোর বাইরে বেরিয়ে আসছিলেন অমিতাভ। ঠিক তখনই ক্যামেরা তাক করতে শুরু করে পাপারাজ্জিরা। আর তা দেখেই মাত্রই রীতিমতো বিরক্ত হয়ে পড়েন তিনি।
তাদের উদ্দেশে সোজাসুজি বলেন, ‘এভাবে ভিডিও তুলবেন না, দয়া করে বন্ধ করুন।’
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, এতদিন ধরে ফটোগ্রাফারদের সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ বলেই পরিচিত। তাকে সবসময় হাসিমুখে, হাতজোড় করে ফটোগ্রাফারদের সম্ভাষণ জানাতে দেখা যায়। তাই আচমকা এই মেজাজ হারানো অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে।
ঘটনার নির্দিষ্ট দিন-তারিখ এখনও স্পষ্ট নয়। তবে এই ভিডিও ঘিরে আলোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কেউ কেউ তুলনা টেনেছেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে—যিনি এর আগেও একাধিকবার ক্যামেরার ফ্ল্যাশ দেখেই ক্ষিপ্ত হয়েছেন এবং যার কারণে অনেকবার ট্রোলডও হয়েছেন।
এমআর/টিকে